skip to Main Content

হরাইজন

ল্যুভর মিউজিয়ামে ফ্যাশন শো

ল্যুভর মিউজিয়াম মানেই বিখ্যাত সব চিত্রকর্ম। বিশেষেরও বিশেষ হয়ে মনে গেঁথে আছে মোনালিসা। সেখানে এ বছর দেখা যাচ্ছে একদম ভিন্ন আয়োজন। ঝলমলে ফ্যাশন শো। শিরোনাম ল্যুভর কতুর আর্ট অ্যান্ড ফ্যাশন: স্টেটমেন্ট পিসেস। ২১ জুলাই পর্যন্ত চলবে এই আয়োজন। বিশ্বের নামীদামি ৪৫ জন ডিজাইনার এবং তাদের ব্র্যান্ডের কাজ প্রদর্শিত হবে। শ্যানেল, ব্যালেন্সিয়াগা, ভারসাচিও আছে এই তালিকায়। ১ লাখ বর্গফুট জায়গা নিয়ে আয়োজিত হচ্ছে এই রঙিন উৎসব। সৃজনশীলতার শতভাগ প্রকাশিত শিল্পীদের মুনশিয়ানায়। ট্যাপেস্ট্রি, সিরামিকস, ভাস্কর্য—সবই জায়গা পেয়েছে ফ্যাশনকে উপজীব্য করে পরিকল্পিত এই আয়োজনে।

নিউইয়র্ক ফ্যাশন উইক অটাম-উইন্টার ২০২৫

৬ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব মাতিয়ে রেখেছে নিউইয়র্ক ফ্যাশন উইক। টম ব্রাউন আর কেলভিন ক্লেইনের মতো বিখ্যাত ব্র্যান্ড এবার রানওয়েতে ফ্যাশনবোদ্ধাদের মুগ্ধ করেছে। অন্তর্জালে প্রশংসার জোয়ার। মার্ক জ্যাকবসের প্রদর্শনীও ছিল বিশেষ। সেখানে পুতুলের মতো করে সাজানো হয়েছিল মডেলদের। ক্রিশ্চিয়ান সিরিয়ানোর অটোমোটিভ ইনস্পিরেশনের কালেকশনে চমৎকৃত হয়েছেন দর্শকেরা। আমেরিকান ফ্যাশন ডিজাইনার ক্রিস্টোফার জন রজারস ফিরেছেন দারুণ প্রতাপে। ৫ বছর পর আবার দর্শক মাত করেছেন। কালার ব্লকিং নিয়ে আনকোরা কাজ দেখা গেছে তার সংকলনে। সঙ্গে স্ট্রাইপড হল্টার নেক ড্রেস, ট্যাসেলযুক্ত বাটন ডাউন টপ আর বটমও ছিল।

কোপেরনি X সোয়ারস্কি

রূপকথার গল্পের সিনড্রেলার কথা মনে আছে? জাদুবলে তৈরি কাচের জুতা পরে নাচতে গিয়ে যার দেখা হয় রাজপুত্রের সঙ্গে। সেই স্বচ্ছ জুতাপ্রাণিত ব্যাগ বাজারে এসেছে। বিখ্যাত দুই ব্র্যান্ডের যৌথ উদ্যোগ। ফ্রেঞ্চ ব্র্যান্ড কোপেরনি আর অস্ট্রিয়ান ব্র্যান্ড সোয়ারস্কির। সোয়াপ ব্যাগ নামে। ব্যবহৃত হয়েছে ১০ কিলোগ্রাম ক্রিস্টাল গ্লাস। নকশাকার দেখিয়েছেন মুনশিয়ানা। ম্যানুয়াল ক্রাফটম্যানশিপে তৈরি করতে সময় প্রয়োজন পড়েছে ১১০ ঘণ্টা। ওজন ১ দশমিক ৭ কেজি। বিশেষ এই ব্যাগ লঞ্চ করতে বেছে নেওয়া হয়েছিল ডিজনিল্যান্ডকে। একদম লিমিটেড এডিশন কালেকশন এটি।

 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top