লোগো লিগ্যাসি I সব্যসাচী
সম্প্রতি পা রেখেছে ২৫-এ। আরও পোক্ত করে নিয়েছে ভারতের প্রথম গ্লোবাল লাক্সারি ব্র্যান্ড হয়ে ওঠার পদ। সেই জৌলুশের জানান যেন এর চোখধাঁধানো লোগো। বন্যদের বনেই সুন্দর হওয়ার কথা থাকলেও সব্যসাচীর পণ্যে উপস্থিত হয়ে নজর কেড়েছে দারুণভাবে!
ইন্ডিয়ার লাক্সারি ব্র্যান্ড সব্যসাচী। বিশ্বজুড়ে বিয়ের কনেদের কাছে দারুণ কদরের। ফ্যাশন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের লেবেল। যাত্রা শুরু ১৯৯৯ সালে। তখন নামকরণে তিনি বেছে নেন নিজের নাম। লোগোতে রাখেন দ্য রয়েল বেঙ্গল টাইগার। যার রং মূলত সোনালি। সব্যসাচীর সৃজনশীলতায় তৈরি পণ্যে ব্যবহার করার সময় সোনা রং বাঘ বেছে নেওয়া হয়। আর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যবহারের ক্ষেত্রে সাদা ক্যানভাসে বাঘ হয়ে যায় রক্ত লাল।
রয়েল বেঙ্গল টাইগার জগদ্বিখ্যাত। বাঘ প্রজাতির অন্যতম উপপ্রজাতি। হলুদ রঙে ডোরাকাটা কালোর দারুণ জাঁকজমক। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের সঙ্গে এই বুনোর প্রথম দেখা হয়েছিল যখন, তখন তিনি দুরন্ত শৈশবে। ঘুরতে গিয়েছিলেন আলিপুর চিড়িয়াখানায়। সেখানেই প্রথম দেখেছিলেন বনের রাজাকে। যার মূল নিবাস সুন্দরবনে। অবিভক্ত বাংলার একটি বিশাল অংশজুড়ে ছিল সুন্দরবন। ১৯৪৭ সালে ভারত ভাগের সময় বিভক্ত হয় সুন্দরবনও। ৩৮ শতাংশ বন বুঝে পায় ভারত; সঙ্গে সেখানকার প্রাণী। যেগুলোর মধ্যে অন্যতম এই বাঘ। শৈশবের সুখস্মৃতি থেকে অনুপ্রাণিত হয়ে শক্তিশালী এই প্রাণীকেই ব্র্যান্ড লোগো হিসেবে বেছে নিয়েছেন সব্যসাচী।
রয়েল বেঙ্গল টাইগার কেন বিখ্যাত, সে প্রশ্নের উত্তরে খুঁজে পাওয়া যায় বেশ কিছু কারণ। সাংস্কৃতিক দিক বিবেচনায় এই প্রাণী ভারতের মানুষের কাছে সাহস, শক্তির মতো ইতিবাচকতার প্রতীক। আবার, এই বিশালাকার প্রাণী সনাতন ধর্মের সঙ্গেও সম্পর্কিত। দেবী দুর্গাকে যুদ্ধক্ষেত্রে বহনের গুরুদায়িত্ব এই হলুদ কালো ডোরাকাটার কাঁধেই পড়েছে। অবশ্য সব্যসাচীর লোগোর বাঘটির রং হলুদ নয়; সোনালি।
সব্যসাচী মুখোপাধ্যায় বাঙালি। শিকড় রয়েছে বাংলায়। সেই বাংলার বাঘকে তিনি লোগোতে স্থান দিয়ে প্রকাশ করেছেন দেশ ও সংস্কৃতির প্রতি ভালোবাসা। একই সঙ্গে এই লোগোতে নিশ্চিত হয়েছে তার তৈরি পণ্যের উচ্চমান আর টেকসই দিক।
এই জননন্দিত ব্র্যান্ড গড়ে উঠেছে নিজের দেশের ঐতিহ্য, কারুনৈপুণ্য আর বিলাসী ইচ্ছাকে উপজীব্য করে। নিজস্বতাকে সৃজনশীল উপায়ে তুলে ধরতে শতভাগ সফল এই স্টার ডিজাইনার। লাক্সারি ফ্যাশন ওয়ার্ল্ডে বিশেষ হয়ে উঠেছেন। একইভাবে বিশেষ তার লোগোর পেছনের গল্পের নায়ক, দ্য রয়েল বেঙ্গল টাইগার।
ফ্যাশন ডেস্ক
ছবি: ইন্টারনেট