পোর্টফোলিও I রঙবতী
রুপার গয়নার প্রতি দুই বান্ধবীর ভালো লাগা থেকেই পথচলা। দোকান ঘুরে পছন্দ না হলে নতুন ও পৃথক ডিজাইনের গয়না তৈরি করতেন তারা। নিজেদের বানানো নকশা আশপাশের অনেকের পছন্দও হতো। তখনই রুপার মতো ব্রাস মেটাল দিয়ে সাশ্রয়ী মূল্যে গয়না তৈরির প্রণোদনা। ২০১৬ সালে যাত্রা শুরু।
রঙবতীর গয়নাগুলো মূলত ব্রাস মেটাল নামে সংকর ধাতুর ওপর রুপা এবং অন্যান্য উপাদানের প্রলেপ দিয়ে তৈরি। তবে বিভিন্ন ধরনের বিডস, পার্ল এবং কিছু কিছু ক্ষেত্রে মীনাও ব্যবহৃত হয়।
ফেসবুক: www.facebook.com/rongoboti.17
ওয়েবসাইট: www.rongoboti.squarespace.com
ইনস্টাগ্রাম:: www.rongoboti_online
কেয়ার লাইন: 01733172354
মডেল: মৃদুলা, বুশরা, মায়শা ও লিন্ডা
ছবি: সালেক বিন তাহের