পোর্টফোলিও I বাটা
১৮৯৪ সালে চেকস্লোভাকিয়ায় প্রতিষ্ঠিত হয় বাটা শু কোম্পানি। জুতা উৎপাদনের দিক থেকে পৃথিবীর শীর্ষস্থানীয় এই ব্র্যান্ড স্টাইলিশ জুতা বিক্রয়ের পথিকৃৎ। সাশ্রয়ী মূল্যে এবং আরামদায়ক সব জুতা তৈরি করা বাটা শু কোম্পানি বিশ্বজুড়ে প্রতিদিন ১ মিলিয়নের বেশি ভোক্তাকে সেবা দিয়ে থাকে, প্রায় সাড়ে পাঁচ হাজার স্টোরের মাধ্যমে।
বাংলাদেশে বাটার পথচলা শুরু ১৯৬২ সালে। সূচনালগ্ন থেকে দেশের নেতৃস্থানীয় অবস্থানে রয়েছে ফুটওয়্যার কোম্পানিটি। নিজস্ব কালেকশন তো রয়েছেই, পাশাপাশি বাংলাদেশে বিশ্বের জনপ্রিয় সব শু ব্র্যান্ড; যেমন: নাইকি, অ্যাডিডাস, হাশ পাপিস এবং সোল-এর অথরাইজড রিসেলারও বাটা। সম্প্রতি বাটা তাদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দেশের দুজন স্বনামধন্য তারকা—সিয়াম আহমেদ ও সাবিলা নূরের সঙ্গে কোলাবরেশন করেছে।
এই ঈদে বাটা নিয়ে এসেছে স্টারলাইট কালেকশন, যার দৃষ্টিনন্দন ও নতুন সব ডিজাইন আপনার সৌন্দর্য ও স্বচ্ছন্দ—দুটিই নিশ্চিত করবে। নারীদের জন্য রয়েছে ক্রিস্টাল ট্রেন্ডিং হিল থেকে শুরু করে আধুনিক আপারের আরামদায়ক স্যান্ডেল। পাশাপাশি, পুরুষদের জন্যও থাকছে নানা রকমের ড্রেস শু, মোকাসিন, সামার স্যান্ডেল ও গরমকালের উপযোগী অন্যান্য ফ্যাশনেবল জুতা। পুরুষদের জন্য বিশেষ এক্সক্লুসিভ লেদার রেঞ্জ ঈদের উদ্যাপনকে আরও বহুগুণ বাড়িয়ে তুলবে। আপনার ঈদের স্টাইলকে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবে এমন সব জুতার সংগ্রহই রয়েছে স্টারলাইট কালেকশনে।
বাটা রেড লেবেল, বাটা কমফিট, পাওয়ার, নর্থ স্টার, ওয়েনব্রেইনার, বাবলগামারস, হাশ পাপিস এবং সোল-এর মতো ব্র্যান্ডের আইকনিক ঈদ কালেকশনের সঙ্গে এই ঈদে আপনি পাচ্ছেন সেরা মান ও স্টাইল। বাটার প্রতিটি জুতাই সেরা ডিজাইন, উন্নত উপকরণ ও আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি করা হয়, যা সর্বোচ্চ স্বাচ্ছন্দ্য ও স্থায়িত্ব নিশ্চিত করে। মেমোরি ফোম, অর্থোলাইট কুশনিং, লাইটওয়েট ফিচারের লাইফ অ্যান্টি-ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যসহ ট্রেন্ডি সব জুতা নিয়ে এসেছে বাটা। তাই ঈদের নামাজ কিংবা পরিবারের সঙ্গে কোথাও দাওয়াত খেতে যাওয়া; অথবা বন্ধুদের সঙ্গে আনন্দের সন্ধ্যা উদ্যাপনে বাটার স্টারলাইট কালেকশনের এই আরামদায়ক ও স্টাইলিশ জুতা আপনাকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে, আর আপনার ব্যক্তিত্বকে দেবে অনন্য মাত্রা।
আড়াই হাজারের বেশি ডিজাইনের জুতার পাশাপাশি ঈদ সামনে রেখে বর্তমানে আরও ১ হাজারের বেশি নতুন ডিজাইনের জুতা যোগ হয়েছে বাটার অনলাইন প্ল্যাটফর্মে। অনলাইন ক্রেতাদের বাড়তি সুবিধা দিতে এখন ইধঃধনফ.পড়স-এ সাপ্তাহিক ফ্ল্যাশ ডিল ও ফ্রি শিপিং অফার থাকছে। বর্তমানে বাংলাদেশজুড়ে বাটার ২৪০টি+ নিজস্ব স্টোর ছাড়াও রয়েছে দেড় হাজারের বেশি অ্যাকটিভ ডিলার।
এবারের ঈদ পোর্টফোলিও সাজানো হয়েছে বাটা স্টারলাইট কালেকশনে।
ওয়েবসাইট: www.batabd.com
ফেসবুক: facebook.com/batabangladesh
ইনস্টাগ্রাম: instagram.com/batabangladesh
লিংকডইন:www.linkedin.com/company/bata-bangladesh
কাস্টমার কেয়ার লাইন: ০৯৬৬৬২০০৩০০
মডেল: পলাশ, প্রমা, জামি, আনসা, ইলা ও অর্কিড
ওয়্যারড্রোব: ব্লুচিজ
ছবি: সালেক বিন তাহের