পোর্টফোলিও I মমতাজ হারবাল প্রোডাক্ট
বাংলাদেশের ব্র্যান্ড। যাত্রা শুরু ত্রিশ বছর আগে। ভেষজ উপাদান ব্যবহারের মাধ্যমে পণ্য তৈরি করে। মিসেস মমতাজ ভিরানীর হাত ধরে প্রথম আলোয় আসে দেশীয় এই ব্র্যান্ড। তাই তার নামেই নামকরণ। পেশার প্রতি আগ্রহ থেকে ডারমাটোলজি নিয়ে পড়াশোনা করেন। তিন দশক আগে নিজ উদ্যোগে হারবাল প্রোডাক্ট তৈরির কাজ শুরু করেন। প্রথম দিকে কাঁচামাল সংগ্রহ করে নিজ ঘরে পণ্য তৈরি করতেন। তখন পণ্যের প্রচার নিয়েও একাই কাজ শুরু করেছিলেন। পরিচিত-অপরিচিত দোকান ঘুরে নিজ হাতে তৈরি পণ্য পৌঁছে দিয়েছেন। তিন দশক পেরোনো প্রতিষ্ঠানটির প্রিমিয়াম ব্র্যান্ডও রয়েছে, নাম জয়া। পণ্য তৈরির ক্ষেত্রে ক্রেতার চাহিদাকে গুরুত্ব দেয় ব্র্যান্ডটি। মার্কেট রিসার্চও করা হয় ক্রেতা চাহিদা সম্পর্কে জানার জন্য। সব তথ্য পর্যালোচনার মাধ্যমে মমতাজ হারবালের মাদার ব্র্যান্ড মমতাজ হারবাল প্রোডাক্ট লাইন তৈরি করে। পণ্যমূল্যও নির্ধারণ করা হয় ক্রেতার ক্রয়ক্ষমতা মাথায় রেখে। সাধ্যের মধ্যে এবং সহজলভ্য বলে সমাজের সব শ্রেণির কাছেই গ্রহণযোগ্যতা পেয়েছে ব্র্যান্ডটি। ব্র্যান্ড মমতাজ হারবাল প্রোডাক্ট লাইনে বেসিক কসমেটিকস, হেনা পেস্ট, হেয়ার অয়েল, হেয়ার রিমুভাল ক্রিম, স্ক্রাব, ম্যাসাজ ক্রিম, হ্যান্ডমেইড সাবান, শ্যাম্পু, ফেসওয়াশ ক্রিম রয়েছে। প্রসাধনের কাঁচামাল নিজেরাই সংগ্রহ করে। এগুলোর মধ্যে রয়েছে প্রাকৃতিক নির্যাস, ঔষধি গাছগাছড়া, ফুল, পাতা। কাঁচামালের মানের বিষয়ে সব সময় শতভাগ মমতাজ হারবাল। দেশের বাইরে থেকেও সংগ্রহ করা হয়। সে ক্ষেত্রে সরাসরি সম্পৃক্ত থাকেন ব্র্যান্ডের সঙ্গে সংশ্লিষ্টরা। একটি পণ্য তৈরির ক্ষেত্রে এক থেকে দেড় বছর সময় নিয়ে থাকে ব্র্যান্ডটি। টিম বাজারের চাহিদা বুঝে পণ্য তৈরির বিষয়ে তথ্য নেওয়া হয়। তারপর রিসার্চ টিম পণ্যের কাঁচামাল সংগ্রহ থেকে শুরু করে পণ্য তৈরি এবং প্যাকেজিংয়ের বিষয়ে তথ্য সংগ্রহের বিষয়ে গুরুত্ব দিয়ে থাকে। মানের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়।
মমতাজ হারবালের প্রোডাক্ট লাইন তৈরি করা হয়েছে সৌন্দর্যসচেতনদের পাঁচ ধরনের চাহিদাকে প্রাধান্য দিয়ে। যেগুলোর মধ্যে আছে হাতে তৈরি সাবান, স্কিন কেয়ার, ফেস কেয়ার, হেয়ার কেয়ার এবং বিউটি অ্যান্ড মেকওভার। মমতাজ হারবালের সাব-ব্র্যান্ড জয়ার রয়েছে মেকওভার ও স্কিন কেয়ারের পণ্য।
দেশীয় এ ব্র্যান্ড মার্কেট ডিমান্ডের বিষয়ে সচেতন। প্রতিটি পণ্যের ওইএম (অরিজিনাল ইক্যুইপমেন্ট ম্যানুফ্যাকচারার) ক্রেতাদের জানানোর ব্যবস্থা রয়েছে। এতে করে পণ্য সম্পর্কে প্রয়োজনীয় তথ্য ক্রেতাদের কাছে থাকে।
নিজেদের পণ্য তৈরির পাশাপাশি বেশ কিছু খ্যাতনামা প্রতিষ্ঠানের জন্যও পণ্য তৈরি করে মমতাজ হারবাল। কিছুদিনের মধ্যে নতুন আরও ১০ থেকে ১৫টি পণ্য বাজারে আনার প্রস্তুতি নিচ্ছে প্রতিষ্ঠানটি।
মমতাজ হারবাল অফলাইন ও অনলাইন—দুই মাধ্যমেই ক্রেতাদের পণ্য কেনার সুযোগ দেয়। দেশের বাজারে বেশির ভাগ প্রসাধনের দোকানে বাণিজ্যিকভাবে পৌঁছানো হয় এর পণ্য। একই সঙ্গে ই-কমার্সের মাধ্যমে পণ্য পৌঁছে দেওয়ার ব্যবস্থা আছে।
ফেসবুক:www.facebook.com/mumtazherbal
ওয়েব:www. mumtazherbal.com
ইউটিউব: @mumtaztvonline
কেয়ারলাইন: ০১৯১০৬৫৬৫৬৫
মমতাজ স্যাফরন গোট মিল্ক বাথিং বার
মমতাজ ওট মিল্ক স্ক্রাব হ্যান্ডমেইড বাথ বার
মমতাজ টারমারিক ন্যাচারাল হ্যান্ডমেইড বাথ বার
মমতাজ চারকোল টুটি টুটি হ্যান্ডমেইড বাথ বার
মমতাজ পাপায়া বাথিং বার
মমতাজ নিম সাবান
জয়া হেয়ার রিমুভাল ক্রিম
মমতাজ অ্যাপ্রিকট স্ক্রাব
মমতাজ রোজ অল পারপাজ ক্রিম
মমতাজ কোকো স্ক্রাব
মমতাজ টি ট্রি অয়েল হ্যান্ডমেইড বাথ বার
মমতাজ সিসেমি অয়েল অর্গানিক অ্যান্ড ন্যাচারাল
মমতাজ ননস্টিকি হেয়ার অয়েল
মমতাজ ভার্জিন ব্ল্যাক সিড অয়েল
মমতাজ রোজমেরি অয়েল হ্যান্ডমেইড বাথ বার
মমতাজ ইনস্ট্যান্ট অ্যাকটিভ সিনথেটিক কালার পেস্ট
মমতাজ ইনস্ট্যান্ট অ্যাকটিভ ন্যাচারাল ট্র্যাডিশনাল
মমতাজ চন্দন অল পারপাজ ক্রিম
মমতাজ অ্যালোভেরা অল পারপাজ ক্রিম
মমতাজ চারকোল স্ক্রাব
মমতাজ অরেঞ্জ স্ক্রাব
মমতাজ ফেসওয়াশ
মডেল: প্রমা
ছবি: সালেক বিন তাহের