skip to Main Content

হরাইজন

সাও পাওলো ফ্যাশন উইক

লাতিন আমেরিকার সবচেয়ে বড় ফ্যাশন ইভেন্ট। এ বছরের পর্দা উঠেছিল ১৫ এপ্রিল। মুগ্ধতা বিলিয়ে ইতি টানা হয়েছে ২০ এপ্রিল। ১৯৯৬ সাল থেকে শুরু হওয়া এই ফ্যাশন উইক ধীরে ধীরে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিশ্বে। এবারের আয়োজনে ব্রাজিলের শীর্ষস্থানীয় ডিজাইনাররা তাদের স্প্রিং-সামার ২০২৫ কালেকশন উপস্থাপন করেছেন। টেকসই উপকরণ ও পরিবেশবান্ধব প্রক্রিয়া ব্যবহার করে পোশাক তৈরি করেছিলেন কয়েকজন ডিজাইনার। এ ছাড়া আধুনিক ও ঐতিহ্যবাহী উপাদানের মিশ্রণে তৈরি পোশাকও স্থান পেয়েছিল।

কেনজো X কনভার্স

ফরাসি লাক্সারি ব্র্যান্ড কেনজো সন্ধি করেছে যুক্তরাজ্যের ব্র্যান্ড কনভার্সের সঙ্গে। কেনজোর আইকনিক হানা লেপার্ড প্রিন্ট ব্যবহার করে কনভার্সের আইকনিক চাক ৭০ মডেলকে পুনরায় ফিরিয়ে আনা হয়েছে এই কোলাবোরেশনে। নামকরণ করা হয়েছে জুতার রংকে কেন্দ্র করে। গোলাপি ও স্ট্রবেরি শেডের মিশেলে রাঙানো জুতার নামকরণ করা হয়েছে পিংক কসমস, গাঢ় সবুজটি সাইপ্রাস এবং হালকা হলুদটি সুইট কর্ন। কেনজোর হানা থিমটি মূলত আশির দশকের রেট্রো কালেকশনের। সে সময় জনপ্রিয় হওয়া সেই প্রিন্টে এত বছর পর আবারও সেজেছে কনভার্স। ফ্যাশন এবং স্ট্রিট স্টাইলের মাইলফলক হিসেবে বিবেচিত হয় এই জুতা। ১৭ এপ্রিল থেকে পাওয়া যাচ্ছে এই দুই ব্র্যান্ডের গ্লোবাল আউটলেটে।

রিভা ব্যালে ফ্লাটের নতুন অধ্যায়

২০০৬ সালে টোরি বার্চ প্রথমবারের মতো বাজারে এনেছিল একটি নতুন জুতা। নাম দিয়েছিল ব্যালে ফ্লাট। ২০১৭ সালে উৎপাদন বন্ধ করা হয়। সে সময়ে ৫০ কোটি পিস বিক্রি হয়েছিল। ২০২৫ সালের এপ্রিল মাসে পুনরায় সেটি বাজারে এনেছে ব্র্যান্ডটি। ক্ল্যাসিক ডিজাইন সঙ্গে স্মৃতির চেনা সুবাস। ক্যাম্পেইনটির ফটোগ্রাফিতে মডেলদের দেখা যায় নিউইয়র্কের স্কাইস্ক্র্যাপারের রিভলভিং ডোরে শু পরিহিত অবস্থায়। ব্র্যান্ডটির উদ্যোক্তা ও ডিজাইনার টোরি বার্চ পুরোনোকে নতুনভাবে ফিরিয়ে আনার বিষয়ে বলেন, ‘২০১৭ সালে যখন আমরা রিভা ব্যালের প্রোডাকশন বন্ধ করি, তখনো এর চাহিদা ছিল তুঙ্গে। তবু আমরা নতুনভাবে ফিরে আসতে সময় নিয়েছি। এত বছর পরে প্রত্যাবর্তনকে তাই ক্রেতারা দারুণভাবে স্বাগত জানিয়েছেন।’

 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top