পোর্টফোলিও I হিটওয়েভ রেডি
আবহাওয়ার সংবাদে তীব্র দাবদাহ এখন ডালভাত। সূর্যের বক্তব্যে তীব্র তেজ। তবু দোর চাপিয়ে শীতলপাটিতে শোয়ার জো নেই একদণ্ড। ঘরের বাইরে ব্যস্ততা আর দায়িত্বের সুর তোলা হ্যামিলনের বাঁশিওয়ালা। আর সেই ডাকে সাড়া দিতে তো হবেই। এ জন্য চাই সামারফ্রেন্ডলি ওয়্যারড্রোব। আরাম আরাম ফ্যাব্রিক, আনকোরা প্যাটার্ন আর চক্ষুশীতল রং। তাহলেই ব্যস! বিট দ্য হিট।

নোয়াহ্

লা রিভ

সেইলর

টুয়েলভ

মাইক্লো
মডেল: আয়ান, নাযাহ নাওয়ার, প্রজ্ঞা, সিয়াম ও জুই
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
