skip to Main Content

হরাইজন

ভিক্টোরিয়া’স সিক্রেট X জোসেফ আলতুজারা

ভিক্টোরিয়া’স সিক্রেট আর প্রখ্যাত ফ্যাশন ডিজাইনার জোসেফ মিলে তৈরি করেছে নতুন কালেকশন। নাম অ্যাটেলিয়ার ভিক্টোরিয়া X আলতুজারা। সীমিত সংস্করণের রেডি-টু-ওয়্যার। এর মাধ্যমে ভিক্টোরিয়া’স সিক্রেট অন্তর্বাসের গণ্ডি ছাড়িয়ে উচ্চমানের পোশাক লাইন শুরু করল। মোট ১১টি নকশার পোশাক আছে এতে। নাম দেওয়া হয়েছে আলাদাভাবে। যেমন ভিভি ড্রেস, হানি ড্রেস ইত্যাদি। দাম নির্ধারণ করা হয়েছে ৯৫ থেকে ৫০০ মার্কিন ডলার। এটি এই কোলাবোরেশনের দ্বিতীয় সংস্করণ। কালার প্যালেট থেকে সফট টোনকে দেওয়া হয়েছে প্রাধান্য। পাওয়া যাচ্ছে ভিক্টোরিয়া সিক্রেট’সের অফিশিয়াল ওয়েবসাইটে।

কানের লালগালিচার ড্রেস কোড
বরাবরের মতো এবারেও কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে পোশাক কেমন হবে, তা নির্ধারণ করে দিয়েছিলেন সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা। কিন্তু উদ্দেশ্য ছিল খানিকটা ভিন্ন। কান চেয়েছে শালীনতা রক্ষা এবং অতিথিদের চলাচল সহজ করতে। নিষিদ্ধের তালিকায় ছিল সম্পূর্ণ বা আংশিক দেহাবয়ব প্রকাশ, বিশাল দীর্ঘের ট্রেনযুক্ত শিলুয়েট এবং অতিরিক্ত ভলিউমযুক্ত পোশাক। নতুন এই ড্রেস কোডের কারণে অনেক তারকাই তাদের পোশাক পরিবর্তনে বাধ্য হন। উদাহরণস্বরূপ বলা যায় অভিনেত্রী হ্যালি বেরির কথা। প্রথমে একটি বড় ট্রেনযুক্ত পোশাক কানের লালগালিচায় পরার জন্য বেছে নিয়েছিলেন তিনি। তবে নিয়মের পরিপন্থী হওয়ায় পরে তাকে পোশাক পরিবর্তন করতে হয়।

হুইটনির এক দশক

ঠিক দশ বছর আগে, ২০১৫ সালে মার্কিন ব্র্যান্ড ম্যাক্সমারা প্রথমবারের মতো বাজারে আনে হুইটনি ব্যাগ। এক এক করে এত বছর পেরিয়ে ২০২৫ সালে এসেও ফ্যাশন দুনিয়ার ইতিহাসে এই ব্যাগ উজ্জ্বল। ব্যাগটি তৈরিতে সহযোগিতা করেছিল হুইটনি মিউজিয়াম অব আমেরিকান আর্ট। নকশার প্রেরণা ছিল জাদুঘরটির স্থাপত্যরীতি। এক দশক পরে আবারও বাজারে এসেছে ব্যাগটি। পাওয়া যাবে বেশ কিছু নতুন রঙেও। কালার প্যালেটের মিনিমালিস্ট শেডগুলো বেছে নেওয়া হয়েছে এ ক্ষেত্রে। পাওয়া যাবে ব্র্যান্ডটির অনলাইন এবং ফিজিক্যাল শোরুমে।

 ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top