হরাইজন
রালফ লরেনের পোলো বেয়ার এবার পর্দায়
ফ্যাশন মাসকট বর্তমানে মার্কেটিং, স্টাইল ও ব্র্যান্ড স্টোরিটেলিংয়ের আইকন হিসেবে কাজ করে। কেবল প্রোডাক্ট বিক্রি নয়, কাস্টমারের ব্র্যান্ড এক্সপেরিয়েন্সেও ভূমিকা রাখে। এ জগতে আমেরিকান ডিজাইনার ব্র্যান্ড রালফ লরেনের মাসকটের জুড়ি নেই বললেই চলে। ব্র্যান্ডটির মাসকট পোলো বিয়ার। কালচারাল আইকন হিসেবে দারুণ বিখ্যাত। ১৯৯০ সালে রালফ লরেনের জন্মদিন উপলক্ষে উপহার হিসেবে জন্ম নেওয়া এই ড্যাপার বেয়ার কখনো স্যুট-টাই, কখনো ফ্ল্যাগ নিটস, আবার কখনো ফিশিং গিয়ার কিংবা ওয়েস্টার্ন ওয়্যারে হাজির হয়েছে। প্রমাণ করেছে, সে আসল স্টাইল অ্যাম্বাসেডরের থেকে কম কিছু নয়। এবারে এই বিয়ার দেখা যাবে পর্দায়। ব্র্যান্ডটির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে। ছয় মিনিটের শর্ট ফিল্মে। যার শিরোনাম দ্য পোলো বিয়ার ক্রনিকেলস: অপারেশন ব্ল্যাক টাই।
অন-জেন্ডায়ার বি এভরি ইউ
মার্কিন অভিনেত্রী, গায়িকা ও ফ্যাশন আইকন জেন্ডায়া আর সুইডিশ অ্যাথলেটিক ব্র্যান্ড অন একত্র হয়েছে একটি ক্যাম্পেইনকে কেন্দ্র করে। নাম বি এভরি ইউ। এখানে জেন্ডায়া শুধু ক্যাম্পেইন ফেস নন, কাজ করেছেন ক্রিয়েটিভ টিমের সঙ্গেও। কো ডিজাইন করেছেন জুতা, যার নাম ক্লাউডজোন মুন। এই নতুন কাজের পেছনে থেকে অনুপ্রাণিত করেছে জেন্ডায়ার দীর্ঘদিনের স্টাইল পার্টনার ল’রোচে। প্রোডাক্ট লাইনে শুধু জুতা, তা কিন্তু নয়; আছে স্কাল্পচারাল বম্বার জ্যাকেট থেকে শুরু করে মিনিমাল বডি স্যুট। ক্যাম্পেইনের জন্য তৈরি করা হয়েছে শর্ট ফিল্ম। বারদিয়া জেনালি করেছেন পরিচালনা। সেখানে জেন্ডায়া উপস্থিত হয়েছেন বিভিন্নভাবে—কখনো শান্ত, কখনো অশান্ত; আবার কখনো রোমান্টিক তো কখনো রেবেল! ফ্যাশন দুনিয়ায় আলোচিত এই কালেকশন পাওয়া যাবে অনের অনলাইনে।
লাতিন আমেরিকান ফ্যাশন অ্যাওয়ার্ডসের জুরি
২০২৫ সালের এ জুরি প্যানেলে ফিরছেন বিখ্যাত ফ্যাশন ম্যাগাজিন এল এর এডিটর-ইন-চিফ নিনা গার্সিয়া। সঙ্গে আরও আছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফ্যাশন স্টাইলিস্ট ও ক্রিয়েটিভ ডিরেক্টর কার্লোস নাজারিও; ইতালিয়ান ফ্যাশন আইকন, ভোগ জাপানের এডিটর-ইন-চিফ ও ইনফ্লুয়েন্সার আন্না ডেলো রুসো; ভোগ ইতালির ফ্যাশন এডিটর সারা মাইনো। নতুন জুরির তালিকায় আরও যুক্ত হয়েছে কয়েকটি নাম—ইমরান আহমেদ, জেলিকা গার্সিয়া, হুয়ান কোস্টা পাজ ও ডিজাইনার গ্যাব্রিয়েলা হার্স্ট। এই দ্বিবার্ষিক ফ্যাশন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ৬-৯ নভেম্বর ২০২৫, ডোমিনিকান রিপাবলিকে।
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ
