ফ্যাশন বিট
ফৌজির ফ্যামিলি সেট
বাংলাদেশি ফ্যাশন ব্র্যান্ড ফৌজি বাজারে এনেছে ফ্যামিলি কম্বো। যেখানে পাওয়া যাবে মা, বাবা ও সন্তানের জন্য একই নকশার পোশাক। এ ধরনের পোশাকের কদর দিন দিন বাড়ছে বলে জানা যায়। উৎসব থেকে পারিবারিক দাওয়াত—সবখানে মানানসই এমন আউটফিট। পরিবারের সব সদস্য মিলে একই রকমের পোশাকে তৈরি হতে পছন্দ করেন বলেই লাইনটি নিয়ে নিয়মিত কাজ করে যাচ্ছেন ফৌজির উদ্যোক্তা ও নকশাকার ফৌজিয়া আফরোজ। সিল্ক ও কটন—দুই ধরনের ফ্যাব্রিকে পাওয়া যাবে এই সেট; ফৌজির অনলাইন পেজে।
লেবেল X ৮পৌরে
তরুণ ফ্যাশন ডিজাইনার ইমাম হাসানের ফ্যাশন ব্র্যান্ড লেবেল এবার পথ চলছে ৮পৌরের সঙ্গে। এটি মাল্টি ফ্যাশন ব্র্যান্ড প্ল্যাটফর্ম। ইমাম হাসান বলেন, ‘৮পৌরের সঙ্গে কোলাবোরেশন আমার জন্য দারুণ অভিজ্ঞতা। ক্যারিয়ারের শুরু থেকে মূল উপাদান ও নকশার ভাবনায় দেশীয় চিন্তা এবং হাতে তৈরির ওপর গুরুত্ব দিয়েছি। আমার কাজ ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মিশেলে তৈরি। ক্ল্যাসিককে সমসাময়িক করার প্রচেষ্টা সব সময়। এখানেই ৮পৌরের সঙ্গে আমার ভাবনার মিল রয়েছে। তারাও দেশি পণ্য, দেশি উপাদান নিয়ে কাজ করছেন। এমন আঙিনায় জায়গা করে নেওয়া আমার জন্য একটি সুন্দর সুযোগ বলেই মনে হয়েছে।’
নকশিকাঁথার ছবি
১-৩ আগস্ট ২০২৫, ইউএসের ডালাসে এঞ্জিলিকা ফিল্ম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে অষ্টম বাংলা চলচ্চিত্র উৎসব, ডালাস। উৎসবে বাংলার ঐতিহ্যবাহী শিল্প নকশিকাঁথা অনুপ্রাণিত পোশাক প্রদর্শনী ও ফ্যাশন শোর আয়োজন ছিল বিশেষ আকর্ষণ। শিরোনাম নকশিকাঁথার ছবি। এই বর্ণাঢ্য ফ্যাশন শো ও প্রদর্শনীতে অংশ নিয়েছেন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের ১১ জন খ্যাতনামা ফ্যাশন ডিজাইনার। চলচ্চিত্র আর পোশাকের এই যুগল আয়োজন প্রথমবারের মতো একই ছাদের নিচে দুই বাংলার শিল্প ও সংস্কৃতি একত্র করেছে। নকশিকাঁথা অনুপ্রাণিত এই প্রদর্শনীতে বাংলাদেশ থেকে অংশ নিয়েছে কে ক্র্যাফট, সাদাকালো, বিবিআনা, দেশাল, সিগনেট, ঋ, রঙরেজিনী এবং বাংলা সেলাই।
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ
