হরাইজন
ভ্যালেন্তিনো × ভ্যানস
ইতালিয়ান কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার এবং ভ্যালেন্তিনো ব্র্যান্ডের প্রতিষ্ঠাতা ভ্যালেন্তিনো গেরাভানি নতুন একটি উদ্যোগ নিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত প্যারিস ফ্যাশন উইকে এই ডিজাইনারের সঙ্গে জোট বেঁধেছে আমেরিকান জুতা ও ফ্যাশন ব্র্যান্ড ভ্যানস। একটি বিশেষ কালেকশন তৈরির জন্য। প্যারিস ফ্যাশন উইকের রানওয়েতেই প্রথমবারের মতো দর্শকের সামনে আসে এই কালেকশন। ভ্যানসের ক্রিয়েটিভ ডিরেক্টর আলেসান্দ্রো মিশেলের পপ-পাঙ্ক ভাবনায় প্রভাবিত। যার প্রতিফলন দেখা গেছে ভ্যানসের ক্ল্যাসিক ক্যানভাস লো-টপ জুতায়। এই সংগ্রহে আছে ভ্যানসের আইকনিক চেকারবোর্ড প্রিন্টও। ভ্যালেন্তিনোর লাক্সারি ফিনিশিং আর ভ্যানসের সহজলভ্য স্ট্রিট কালচারের মেলবন্ধনে আনকোরা এই কালেকশন। পাওয়া যাবে ভ্যালেন্তিনোর অফিশিয়াল ওয়েবসাইটে।
মাদার ডেনিম নিয়ে ক্লোয়িং ফাইনম্যান
মার্কিন অভিনেত্রী ও কমেডিয়ান ক্লোয়িং ফাইনম্যান সম্প্রতি লস অ্যাঞ্জেলেসের লাক্সারি ব্র্যান্ড মাদার ডেনিমের সঙ্গে যুক্ত হয়েছেন। উদ্দেশ্য, একটি ক্যাপসুল কালেকশন বাজারে নিয়ে আসা। গেল ষাটের দশকের মাঝামাঝি লন্ডন ও পশ্চিমি সমাজে জন্ম নেওয়া ফ্যাশন, মিউজিক ও লাইফস্টাইলের বিপ্লবে প্রাণিত এই সংকলন। প্রোডাক্ট লাইনে দেখা যায় বৈচিত্র্য। মিড-ওয়াশ মম জিনস থেকে শুরু করে মেরুন ভিনাইল সেট, পিলবক্স হ্যাট আর ফ্লোরাল মোজা- সবই আছে সেখানে। নন-ডেনিম অপশনগুলোও দারুণ নজরকাড়া। পুরো প্রজেক্টটির ডিজাইনে সহযোগিতা করেছেন ফাইনম্যানের বোন শিল্পী এমা ফাইনম্যান। মজার, উজ্জ্বল ও সিক্সটিজ ফিলের মিশেলে তৈরি এই কালেকশন পাওয়া যাচ্ছে মাদার ডেনিমের অফিশিয়াল সাইটে।
রালফ লরেনের ইন-অ্যাপ স্টাইলিং টুল
নাম আস্ক রালফ। এটি মূলত এআই টুল। যার মাধ্যমে ব্যবহারকারী ফ্যাশন বিষয়ে নানা পরামর্শ পাবেন সহজে। হোক সেটি পিকনিক, ডেট নাইট কিংবা ডেইলি ওয়্যারড্রোব প্ল্যানিং। এটি তৈরিতে সাহায্য করেছে মাইক্রোসফট। মূল উদ্দেশ্য ডিজাইনার রালফ লরেনের স্টাইলিং টেকনিক ব্যবহারকারীদের কাছে পৌঁছে দেওয়া। তার তৈরি সব টেকনিকের ডেটাবেইস ব্যবহার করা হবে সাজেশন দেওয়ার জন্য। ব্যবহারকারীর স্ক্রিনে দৃশ্যমান হবে মডেল এবং ভিডিওসহ। এতে সহজে বোঝা যাবে, লুকটি আদতে কেমন হবে। অ্যাপের মাধ্যমে বিশ্ববিখ্যাত এই ডিজাইনারকে পাওয়া যাবে ব্যক্তিগত স্টাইলার হিসেবে।
ফ্যাশন ডেস্ক
ছবি: সংগ্রহ
