ফিট চেক I ফিকশন থেকে নন-ফিকশন
কথাসাহিত্য আর কবিতার ক্যানভাস থেকে পাওয়া। শত বছর আগে থেকে পাঠকপ্রিয়। বইয়ের পাতা থেকে সোজা মেকআপ রুমে। পারসোনালাইজড মেকআপ। চরিত্রের মন বুঝে সাজ পরিকল্পনা। এবারের ব্রাইডাল সিজনে কনে বাংলা সাহিত্যের তিন চরিত্র। ক্যানভাসের এক্সিকিউটিভ এডিটর হোসনে নুজহাতের স্টাইলিংয়ে
ফ্যাশন ডেস্ক
মেকওভার: পারসোনা
ছবি: কৌশিক ইকবাল
বনলতা সেন
জীবনানন্দ দাশের কবিতার চরিত্র। মহাকালের ক্লান্ত পথিকের কাছে প্রশান্তির অপর নাম। আড়ম্বরহীন; কিন্তু তার মুখশ্রীতে শ্রাবস্তীর কারুকাজ। দুচোখে যেন হাজার বছরের রহস্য লুকিয়ে। ঘন কালো চুল তার। দীঘল সেই কেশে গভীর রাতের অন্ধকার। প্রকৃতি তাকে সাজিয়ে রেখেছে। বাহুল্যে তাই আগ্রহ নেই
মডেল: তৌহিদা
ওয়্যারড্রোব: ক্যানভাস
ললিতা
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস ‘পরিণীতা’র মুখ্য চরিত্র। কৈলাস থেকে আগত পার্বতী যেন। রূপবতী, সাবলীল, চিন্তাশীল; আবার প্রেমময়ী। লালের উদ্ভাসে পূর্ণ। রেশমের কোমল বুনন জড়িয়ে তৈরি। গয়নার নকশায় পুরোনো রাজবাড়ির গল্প। প্রাকৃতিক লাবণ্যের স্পষ্টতা। কপালের লাল টিপে পূর্ণতা
মডেল: নাভিলা
ওয়্যারড্রোব: ক্যানভাস
জুয়েলারি: রঙবতী
চারুলতা
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘নষ্টনীড়’ গল্পের নায়িকা। কাঠগোলাপের রং থেকে প্রাণিত শাড়ি। মুক্তার গয়নায় স্নিগ্ধতার মোহ। খোঁপায় জুঁই ফুল। মিনিমাল মেকআপের ম্যাজিক। সুবিন্যস্ত, সাধারণ, মার্জিত; তবু যেন স্বর্গের অপ্সরা। আপাত-নিঃসঙ্গ সে। নিশিদিন কাটে মনোযোগের অপেক্ষায়। জামদানির মোলায়েম জমিনে নিশ্চিন্তি, নির্ভয়। চোখে চঞ্চলতা লুকিয়ে আছে শান্ত দীঘির মতো। দস্যি মেয়ের পায়ে বেড়ি পরানো যেন
মডেল: শাকিরা
ওয়্যারড্রোব: বেলওয়ারি বাই ব্লুচিজ
