হরাইজন
মেড উইথ লাভ
ইংলিশ ফ্যাশন ডিজাইনার স্টেলা ম্যাককার্টনি সম্প্রতি উদ্বোধন করেছেন তাঁর প্রথম ‘ব্রাইডাল কালেকশন’। ১৭ ধরনের ওয়েডিং আউটফিটের সমাহার রয়েছে এই কালেকশনে। কনের রুচি আর পছন্দের কথা মাথায় রেখেই ডিজাইন করা হয়েছে আউটফিটগুলো। যার মধ্যে রয়েছে হোয়াইট গাউন উইথ কেপ, লং স্লিভ গাউন, ব্যাকলেস নাম্বার, ক্রিম লেইস জাম্পস্যুট, ক্রিস্প হোয়াইট টাক্সেডো ইত্যাদি। প্রতিটি ডিজাইনেই রয়েছে স্টেলা ম্যাককার্টনির নিজস্ব ভাবনা, আধুনিকতা ও নান্দনিকতার স্পর্শ। এই এক্সক্লুসিভ কালেকশনের আরও একটি বৈশিষ্ট্য হলো, প্রতিটি ড্রেসের ভেতরের দিকে একটি ব্লু লেবেল সেলাই রয়েছে। এবং তাতে লেখা হয়েছে একটি করে কোটেশন বা পার্সোনাল ম্যাসেজ। এটা ডিজাইনারের তরফ থেকে ব্রাইডের প্রতি উপহার।
টাইমস স্কয়ারে লিভাই’স
ফ্যাশন জগতের সবচেয়ে পুরোনো ও ঐতিহ্যবাহী ব্র্যান্ডগুলোর একটি লিভাই’স। ১৬৫ বছর বয়সী ব্র্যান্ডটি সম্প্রতি নিউইয়র্কের টাইমস স্কয়ারে নতুন একটি ফ্ল্যাগশিপ আউটলেটের উদ্বোধন করেছে। এর মধ্য দিয়েই প্রতিষ্ঠানটি প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হতে যাচ্ছে। প্রায় ১৭ হাজার বর্গফুটের এই আউটলেটে রয়েছে কাস্টম টেইলারিং, কাস্টম টি-শার্ট প্রিন্টিং মেশিন, লিভাই’স মিউজিয়ামসহ অনেক চমক। নতুন আউটলেটে থাকছে নতুন কালেকশন। যেগুলোর মধ্যে থাকছে স্ট্রেচড জিনস, ওমেনস ওয়্যার, ক্যামোফ্লাজ ডিজাইন ইত্যাদি। লিভাই’স ভক্তদের মাঝে এই নতুন আয়োজন ব্যাপক সাড়া জাগিয়েছে।
কনফিনেস কালেকশন
যুগ যুগ ধরে নিজস্ব ডিজাইন ও প্রডাক্ট দিয়ে মানুষের মন জয় করে আসছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি কোলাবোরেশন প্রজেক্টের জন্য চুক্তিবদ্ধ হয়েছে, আমেরিকান লাক্সারি চেইন ডিপার্টমেন্ট স্টোর নর্ডস্ট্রোমের সঙ্গে। এই প্রজেক্টের প্রধান ডিজাইনার ডিয়ানে গার্সিয়া।
নতুন এই কোলাবোরেশন কালেকশনে থাকছে নাইকির শিক, পলিশ ও অ্যাথলেটিক ভাইবের সঙ্গে ডিয়ানে গার্সিয়ার স্ট্রিট ওয়্যার ঘরানার ফিউশন। যেখানে নাইকি ট্রাউজার্স, শর্টস, ওভারসাইজড জ্যাকেট, বডি স্যুটসহ প্রায় নয় ধরনের পোশাক থাকবে। প্রাইস রেঞ্জ হবে ৪৫ থেকে ১৭৫ ডলারের মধ্যে।