ফিচার I পোশাকে বিজয়
বাংলাদেশের পোশাক সংস্কৃতিতে দিবসভিত্তিক ফ্যাশন বেশ গুরুত্বপূর্ণ। ২১, ২৬ আর ১৬ এর মধ্যে আবার অন্য আবেগের উপলক্ষ। এই তিনটি দিবস আমাদের সাহিত্যে, শিল্পে যেমন প্রতিফলিত তেমনি প্রতীয়মান আমাদের পোশাকের নকশায়। ফলে আলাদা গুরুত্বেই ডিজাইনাররা এই তিন দিবস মাথায় রেখে পোশাক নকশা করে থাকেন। এটা ডিসেম্বর। আমাদের বিজয়ের মাস। এ মাসেই বাংলাদেশ অর্জন করেছে সার্বভৌমত্ব। ফলে অনন্য এই অর্জনকে পোশাকে ধরে রাখার প্রয়াসের শুরু অন্তত ২ দশক আগে। সেই ধারায় এবারও ফ্যাশন হাউজগুলো তাদের সংগ্রহ সাজিয়েছে। বিজয় দিবস উপলক্ষে বিজয়ের রঙে কাপড় ক্যানভাস রাঙিয়েছেন ডিজাইনাররা তাদের সৃজনশৈলীতে। ফ্যাশন হাউজগুলো এসব ডিজাইনে তৈরি বিজয় দিবস কালেকশনকে হাজির করেছে ভোক্তার কাছে। প্রতিবারের মতো এবারও দেশের ছোট-বড় সব ফ্যাশন হাউজের রয়েছে বিজয় দিবসের আয়োজন। ফ্যাশন উদ্যোগের প্রতিটি ফ্যাশন হাউজের এই আয়োজনেই রয়েছে বিজয় দিবস কালেকশন। মূলত লাল আর সবুজ দুটো রঙই প্রাধান্য পেয়েছে। মোটিফ হিসাবে হাউজগুলো মুক্তিযুদ্ধের নানা বিষয়কে বেছে নিয়েছে। অঞ্জন’স সব সময়ের মতো এবারো ডিজাইন ভাবনায় দেশীয় ঐতিহ্যকে গুরুত্ব দিয়েছে। এই হাউজের এবারের নকশার প্রেরণা হয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক ডাকটিকেট, কবিতা, ছবি, জাতীয় ফুল শাপলা ও স্মৃতিসৌধ। নিপুণের ডিজাইনে মোটিফের ক্ষেত্রে বেছে নেওয়া হয়েছে ক্যালিগ্রাফি এবং ফুল। বিজয় দিবসের আয়োজনকে ডিসেম্বর সংখ্যার ক্যানভাসের পাতায় ধরার চেষ্টা হলো।
ছবি: ফ্যাশন উদ্যোগ