ফ্যাশন ইভেন্টের জগতে নতুনত্ব নিয়ে হাজির হয়েছিল ঢাকা মেকার্স। সফল দুটি আয়োজনের পরে এবার তৈরি তাদের তৃতীয় সংকলন। কারুশিল্পীদের সৃজনশীলতা সকলের সামনে তুলে আনার প্রত্যয়ে কাজ করে যাচ্ছে এই টিম।
এবারের আয়োজন ৩০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি ২০২৫। স্থান তেজগাঁও লিংক রোডের আলোকি কনভেনশন সেন্টার। এবারের প্রোগ্রামটির টাইটেল স্পন্সর সিটি ব্যাংক। এক্সপেরিয়েন্স পার্টনার হিসেবে সঙ্গে আছে বাই হিয়ার নাউ।
ওয়ার্কশপ ও এন্ট্রি কিট কিনতে ভিজিট করতে পারেন এই অ্যাড্রেসে www.dhakamakers.com।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: ঢাকা মেকার্স-এর সৌজন্যে