শীতের স্নিগ্ধ হাওয়ায় মিষ্টি রোদ মেখে কাটুক আপনার শনিবার, যেখানে অপেক্ষা করছে সুস্বাদু খাবারের সমারোহ আর আনন্দে ভরা এক মনোমুগ্ধকর অভিজ্ঞতা। হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের বিশেষ ব্রাঞ্চ উৎসব আপনার ও আপনার পরিবারের জন্য নিয়ে এসেছে বিশেষ কিছু চমক। ব্রাঞ্চের বিশেষ অফার, নির্বাচিত ব্যাংক কার্ডে জনপ্রতি ৫০০০ টাকায় B1G2 এবং জনপ্রতি ৪০০০ টাকায় B1G1 সুবিধা পাওয়া যাবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
শীতের মিষ্টি বাতাসে ঘুড়ি উড়ানোর আনন্দ নিতে পারেন পুরো পরিবারসহ। এই ব্রাঞ্চের অন্যতম আকর্ষণ সুইমিং পুলে পরিবারসহ আনন্দমুখর সময় কাটানো, ওয়াটার গান খেলা, স্টিম ও সনার অভিজ্ঞতা। এ ছাড়াও, শিশুদের জন্য সাজানো হয়েছে একটি বিশেষ কিডস প্লে জোন, যেখানে তারা উপভোগ করতে পারবে মজার সব গেমস ও বিনোদন।
থাকছে সিনেমা দেখা সুযোগও। এ ছাড়া চাপ্রেমীদের জন্য রয়েছে টি কর্নার, যেখানে মালাই চাসহ বিভিন্ন ধরনের চা পরিবেশন করা হবে। শীতের ঐতিহ্যবাহী পিঠার স্বাদ নিতে রয়েছে পিঠার কর্নার, যা শীতের সকালকে আরও মধুর করে তুলবে।
যারা একটু ভিন্নধর্মী পানীয় খুঁজছেন, তাদের জন্য মকটেল কর্নারে পরিবেশন করা হবে ২টি কমপ্লিমেন্টারি সিগনেচার মকটেলসহ বিভিন্ন ধরনের নন-অ্যালকোহলিক পানীয়।
এটি শুধুই একটি ব্রাঞ্চ নয়, এটি একটি স্মৃতিময় অভিজ্ঞতা– পরিবার আর প্রিয়জনদের নিয়ে কাটানো সময়, যা সুখের রঙে রাঙিয়ে তুলবে আপনার শীতের সকাল।
টেবিল বুকিংয়ের জন্য কল করতে পারেন এই নম্বরে– ০১৩২৪৭১৭০২৫-২৬।
- ক্যানভাস অনলাইন
ছবি: হলিডে ইন ঢাকা সিটি সেন্টার-এর সৌজন্যে