গ্রামীণ ইউনিক্লো’র ১৮ তম আউটলেট ০৮ সেপ্টেম্বর, ২০২২ ইং – নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু রোডে উদ্বোধন হয়ে গেল ।
উদ্বোধন উপলক্ষে শো-রুমটিতে ০৮ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিশেষ মূল্যছাড় ও আকর্ষণীয় গিফ্ট এর আয়োজন করেছে।
নারায়ণগঞ্জে এই শো-রুম উদ্বোধনের মধ্য দিয়ে আজ গ্রামীণ ইউনিক্লো ১৮তম আউটলেটের নতুন অধ্যায় শুরু করলো। অদূর ভবিষ্যতে নতুন নতুন শো-রুমের মাধ্যমে সারা দেশের মানুষের মাঝে গ্রামীণ ইউনিক্লো’র প্রোডাক্ট পৌছে দেওয়ার আশ্বাস রাখে।
গ্রামীণ ইউনিক্লো বাংলাদেশে মূলত ৩টি বৃহৎ সামাজিক উদ্দেশ্য নিয়ে কাজ করে যাচ্ছে:
১. প্রতিষ্ঠানে কর্মরত মানব সম্পদকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিশ্ব বাজারের উপযোগী মানব সম্পদে পরিণত করা ও সর্বোচ্চ মানের কর্মপরিবেশ প্রদানের মাধ্যমে আদর্শ প্রতিষ্ঠানে পরিনত হওয়া।
২. দেশীয় পোশাক শিল্পের প্রযুক্তি, উৎকর্ষতা ও কমপ্লাইয়েন্স উন্নয়নের জন্য একসাথে কাজ করা ও র্গামেন্টস শিল্পে নিয়োজিত মানব সম্পদকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা যা সুস্থ ও সঠিক জীবন যাপনে সহায়তা করবে।
৩. দারিদ্রতা ও প্রাকৃতিক দূর্যোগে ভক্তভোগী মানুষের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা এবং এর মাধ্যমে এই দুস্থ ও অসহায় মানুষের ভালোবাসার প্রতিষ্ঠানে পরিনত হওয়া।
গ্রামীন ইউনিক্লো আউলেট লোকেশন: বসুন্ধরা সিটি, যমুনা ফিউচার পার্ক, ধানমন্ডি সাইন্সল্যাব মোড়, কাঁটাবন মোড়, খিলগাঁও তালতলা, নয়াপল্টন, মোহাম্মদপুর রিং রোড, মিরপুর-১২,ধানমন্ডি মেট্রো শপিং মল, যাত্রাবাড়ি শহীদ ফারুক রোড, ওয়ারী র্যাংকিন স্ট্রিট, গুলশান বাড্ডা লিংক রোড, সাভার সিটি সেন্টার, নিউ এলিফ্যান্ট রোড, বেইলি রোড, জয়দেবপুর বাজার রোড, নারায়ণগঞ্জ বঙ্গবন্ধু রোড স্টোর এবং নরসিংদী বৌয়াকুঢ় মোড় ।