বার্ষিক ফিল্ম ফেস্টিভ্যালের ৭৯তম আসরে অংশ নিতে এই সপ্তাহে ভেনিস লিডোতে নাইনদের পোশাক পরে সেলিব্রিটিরা তাদের পদচারণায় আয়োজনটি মুখরিত করে রাখছেন। ১১ দিনের এই আয়োজনে গ্রেটা গারউইগ এবং অ্যাডাম ড্রাইভার অভিনীত নোয়া বাউম্বাচের “হোয়াইট নয়েজ”, ওলিভিয়া ওয়াইল্ডের পরিচালনায়, হ্যারি স্টাইলস এবং ফ্লোরেন্স পু অভিনীত “ডোন্ট ওয়ারি ডার্লিং”, নেটফ্লিক্সের আনা দে আর্মাস অভিনীত মেরিলিন মনরোর বায়োপিক ‘ব্লন্ড’ এর প্রিমিয়ার সহ এটি একটি তারকা খচিত ইভেন্ট হতে চলেছে।
উৎসবটি ৩১ আগস্ট থেকে শুরু হয়ে ১০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ১৯৩২ সালে শুরু হওয়া এটি এ ধরণের সবচেয়ে পুরানো ইভেন্ট। এরজন্যে অবশ্য ভাসমান এই শহরের রোমান্টিক দর্শনীয় স্থানকে ধন্যবাদ দেয়া যেতেই পারে। এখানে ব্যক্তিগত জল ট্যাক্সি দ্বারা আগত অতিথিদের পাপারাজ্জি শটগুলি পুরানো হলিউড গ্ল্যামারের চিত্রগুলিকে ফিরিয়ে আনে। তাছাড়াও সেকালের লাল গালিচা মুহূর্তগুলি আজও হলিউডে অনুসরণ করা হয়৷ অভিনেত্রী জুলিয়ান মুরের পরিধেয় ভ্যালেন্টিনো কেপ থেকে শুরু করে মডেল মারিয়াকার্লা বোসকোনোর পরিধেয় জিন পল গল্টিয়ার গাউন পর্যন্ত, সবার এই হাই-অকটেন পোশাকের বৈচিত্র্য দর্শকদের বিমোহিত করে। এছাড়াও নানা ধরনের চমকতো থাকছেই।
সূত্র. সিএনএন