ঈদ মানেই নতুন পোশাক, নতুন সাজ। উৎসবকে আরও আনন্দময় করতে ব্লুচিজ এনেছে বিশেষ ঈদ কালেকশন। গরমের কথা মাথায় রেখে আরামদায়ক, স্টাইলিশ ও ট্রেন্ডি পোশাকের এক চমৎকার সমাহার এই কালেকশনে স্থান পেয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।
ব্র্যান্ডটির ঈদ কালেকশনে থাকছে পুরুষ ও নারীদের জন্য আকর্ষণীয় ডিজাইনের পাঞ্জাবি, কামিজ, কুর্তি, থ্রি-পিস, টপস, কাফতানসহ আরও নানা ফ্যাশনেবল পোশাক। প্রতিটি পোশাকে ব্যবহার করা হয়েছে উচ্চমানের ফেব্রিক, যা গরমেও দেবে আরামদায়ক অনুভূতি।
এই ঈদে ছেলেদের জন্য ব্লুচিজ এনেছে এসেনশিয়াল, এলিগেন্ট ও এক্সক্লুসিভ– তিন ক্যাটাগরিতে পাঞ্জাবি। আধুনিক কাটিং এবং ট্রেন্ডি ডিজাইনের পাঞ্জাবিগুলো ঈদের সকাল থেকে রাত পর্যন্ত যেকোনো আয়োজনে মানানসই। এ ছাড়া থাকছে কাবলি সেট, সিঙ্গেল পিস কাবলি, ক্যাজুয়াল শার্ট, ফরমাল শার্ট, টি-শার্ট, পোলো শার্ট, ডেনিম, চিনো ও কার্গো প্যান্ট।
নারীদের জন্য থাকছে সিঙ্গেল পিস কামিজ, পার্টি থ্রি-পিস, কুর্তি, টপস, কাফতান ইত্যাদি। স্ক্রিন প্রিন্ট, ডিজিটাল প্রিন্ট, কারচুপি, এমব্রয়ডারি ও ট্র্যাডিশনাল মোটিফের সংমিশ্রণে প্রতিটি পোশাক হয়ে উঠেছে আরও নান্দনিক ও আকর্ষণীয়।
এবারের ঈদে ব্লুচিজ নিয়ে এসেছে তাদের নতুন প্রিমিয়াম প্রোডাক্ট লাইন– ‘ব্লুচিজ ব্ল্যাক’। প্রতিটি পোশাকে রয়েছে আভিজাত্যের ছোঁয়া, যেখানে ব্যবহার করা হয়েছে হাই-এন্ড জারদোজি, প্রিমিয়াম ফেব্রিক এবং দৃষ্টিনন্দন ডিজাইন। ছেলে ও মেয়ে উভয়ের জন্যই ঈদের এথনিক এই কালেকশন এবারের ঈদ ফ্যাশনের ট্রেন্ডিং প্রোডাক্ট।
ব্লুচিজের সাব-ব্র্যান্ড ‘বেলওয়ারি’ এবার ঈদে জামদানির এক বিশাল সংগ্রহ নিয়ে হাজির হয়েছে। ঐতিহ্যবাহী কারুকাজ ও সাধ্যের মধ্যে দামের সংমিশ্রণে ৬০-২০০ কাউন্টের জামদানি পাওয়া যাচ্ছে ব্লুচিজের একই ছাদের নিচে বেলওয়ারিতে।
‘বেলওয়ারি বাই ব্লুচিজ’– একটি দারুণ যাত্রার নাম, যেখানে প্রতিটি সুতোয় মিশে আছে যত্ন ও মমতার পরশ। বাহারি নকশা ও কারুকাজে প্রতিটি জামদানি হয়ে ওঠে শিল্পীদের একেকটি ক্যানভাস, যা ধারণ করে শতবর্ষী ঐতিহ্যের গল্প ও আধুনিক নকশার নিখুঁত সমন্বয়। এ শুধু শাড়ি নয়, এমন এক শিল্পকর্ম, যা আভিজাত্য ও স্টাইলকে এক সুতোয় গেঁথে রাখে।
ব্লুচিজ সব সময় ক্রেতাদের ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে দাম নির্ধারণ করে। এবারও ডিজাইন ও ফেব্রিকের ভিন্নতা অনুযায়ী পোশাকের মূল্য নির্ধারণ করা হয়েছে, যেন সবাই তাদের পছন্দের পোশাক সহজেই কিনতে পারেন।
এই ঈদে নিজেকে আরও আকর্ষণীয় করে তুলতে এবং আরামের সঙ্গে ফ্যাশনের নিখুঁত সংমিশ্রণ পেতে ভিজিট করুন ব্লুচিজ-এর আউটলেট ও অনলাইনে।
আউটলেট: blucheez.fashion/pages/blucheez-outlets
অনলাইন শপিং: blucheez.fashion।
- ক্যানভাস অনলাইন
ছবি: ব্লুচিজ-এর সৌজন্যে