বাংলাদেশের স্মার্টফোন বাজারে নতুন মাত্রা যোগ করতে আইটেল-গ্লোবাল স্মার্টলাইফ ব্র্যান্ড নিয়ে এসেছে নতুন উদ্ভাবন আইটেল পাওয়ার ৭০। স্মার্টফোনটি ১০,০০০ এমএএইচ ব্যাটারি ক্যাপাসিটি সম্পন্ন, যা দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফের প্রয়োজনীয়তা মেটাতে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
আইটেল পাওয়ার ৭০-তে রয়েছে ৬,০০০ এমএএইচ বিল্ট-ইন ব্যাটারি এবং ৪,০০০ এমএএইচ পাওয়ার কেস, যা একত্রে ১০,০০০ এমএএইচ পাওয়ার সাপোর্ট নিশ্চিত করে। ফলে ব্যবহারকারীরা ২৫ ঘণ্টা অনলাইন ব্রাউজিং, ১৬২ ঘণ্টা গান শোনা এবং ৪৮ ঘণ্টা লাইট গেমিং উপভোগ করতে পারবেন। ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি দ্রুত চার্জিং নিশ্চিত করে, যা ব্যস্ত জীবনযাত্রায় ব্যবহারকারীদের সবসময় সংযুক্ত রাখবে। এর স্লিম ও পোর্টেবল চার্জিং কেস সহজে বহনযোগ্য, তাই চার্জ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না।
আইটেল পাওয়ার ৭০ শুধু দীর্ঘস্থায়ী ব্যাটারিই নয়, নির্ভরযোগ্য পারফরম্যান্স ও আধুনিক ডিজাইনের সমন্বয়ে তৈরি। আইপি৫৪ রেটেড ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা ফোনটিকে টেকসই করে তোলে আর ড্রপ-প্রতিরোধী কেস অতিরিক্ত সুরক্ষা প্রদান করে। চার বছরের ব্যাটারি স্বাস্থ্য গ্যারান্টি নিশ্চিত করে দীর্ঘমেয়াদী নির্ভরযোগ্যতা। হেলিও জি ৫০ আল্টিমেট প্রসেসরের মাধ্যমে চালিত এই ডিভাইস দ্রুত মাল্টিটাস্কিং এবং শক্তিশালী পারফরম্যান্স প্রদান করে।
মেমোরি ফিউশন প্রযুক্তি ব্যবহার করে র্যাম ১২ জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধা রয়েছে আর ১২৮ জিবি স্টোরেজ পর্যাপ্ত জায়গা নিশ্চিত করে ফটো, ভিডিও ও অ্যাপ ব্যবহারের জন্য। এর ৬.৬৭ ইঞ্চি এইচডি+ সানসাইন ডিসপ্লে ১২০ হার্জ রিফ্রেশ রেট এবং ৯৩% স্ক্রিন-টু-বডি অনুপাত সরাসরি সূর্যের আলোতেও চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করে।
আইটেল সর্বদা সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তি সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ। আইটেল পাওয়ার ৭০ কেস ছাড়া দাম ১০,৯৯০ টাকা এবং পাওয়ার কেসসহ ১১,৯৯০ টাকা।
- ক্যানভাস অনলাইন
ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে