দেশের নান্দনিক, রুচিসম্মত ও ফ্যাশনেবল ব্র্যান্ড হিসেবে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয়তার দিক থেকে প্রথম সারিতে রয়েছে টুয়েলভ ক্লথিং লিমিটেড। এই শীতে ক্রেতাদের জন্য নানা ডিজাইনের পোশাকের পাশাপাশি দুর্দান্ত অফারে সাজানো হয়েছে ব্র্যান্ডটির প্রতিটি আউটলেট। অনলাইনেও ক্রেতারা উপভোগ করতে পারছেন দারুণ সব অফার। এ ছাড়া, নিজেদের লয়্যাল কার্ডধারী ক্রেতাদের জন্যও বিভিন্ন সময়ে নানা ধরনের আয়োজন করে থাকে টুয়েলভ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের আবহাওয়ার কথা সব সময় বিবেচনা করে নিজেদের কালেকশন সম্মৃদ্ধ করেছে টুয়েলভ। এরই ধারাবাহিকতায় এই জেঁকে বসা তীব্র শীতের মাঝেই ‘মাঘ মাসে বাঘা ছাড়’ নামে নতুন ক্যাম্পেইন চালু করেছে ব্র্যান্ডটি। স্টক সীমিত থাকায় এই অফার চলবে খুবই অল্প দিনের জন্য। যেখানে শীতের সকল পণ্যের ওপর থাকছে ৫০% পর্যন্ত মূল্য ছাড়।
- ক্যানভাস অনলাইন
ছবি: টুয়েলভ-এর সৌজন্যে

