বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘মেধা-আমিও পারি’, নিয়েছে একটি উদ্যোগ। মেধা’র প্রতিষ্ঠাতা ফ্যাশন ডিজাইনার এমদাদ হক বলেন- স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মেধা তৈরি করেছে বাংলাদেশের পতাকা ও শামসুর রহমানের কবিতা দিয়ে টি-শার্ট। সেগুলো বিক্রির সংগৃহীত অর্থের একটি অংশ দেয়া হবে মুক্তিযোদ্ধা পরিবারকে। এটাই প্রতিষ্ঠানটির স্বাধীনতার অর্জনকে অনুভব ও উদযাপনের একটি ছোট প্রয়াস। টি-শার্ট, মেধা ও এমদাদ হককে নিয়ে তৈরি হয়েছে একটি ডিজিটাল ভিডিও। যা ১ মার্চ থেকে মেধা’র সকল মাধ্যমে প্রচারিত হবে।
ভিডিওতে জয় বাংলা, বাংলার জয় গানটি গেয়েছেন টেক্সাস নিবাসী নাসরিন ইব্রাহিম রেজা। কাসটিং-এ রয়েছেন বিশ্বভ্রমণকারি নাজমুন্নাহার ও তারুণ্যের প্রতীক সুজন। ছবি তুলেছেন নিরব আদ্র। ভিডিওগ্রাফি করেছেন বাঁধন রেজওয়ান।
টি-শার্টের প্রতিটির মূল্য ২৫০ টাকা। টি-শার্টগুলো পাওয়া যাবে অনলাইনে। ফেসবুক পেজ: – @IamEmdadHoqueএবং @emdadmedha
ইউটিউব চ্যানেল: MEDHA
সরাসরি যোগাযোগ: ০১৮৩৩৩৭৫১১১