skip to Main Content
দেশে চালু এইচবিও ম্যাক্স সাবস্ক্রিপশন

বাংলাদেশ, কম্বোডিয়া, ম্যাকাও, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ইউক্রেনসহ ১৫টি দেশে চালু হলো ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির শীর্ষস্থানীয় ও বৈশ্বিকভাবে জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম ‘এইচবিও ম্যাক্স’ -এর পরিষেবা। সোমবার (২০ অক্টোবর ২০২৫) থেকে এসব দেশের দর্শকেরা একক প্ল্যাটফর্ম থেকেই উপভোগ করতে পারবেন এইচবিও, ম্যাক্স অরিজিনালস, ডিসি ইউনিভার্স, হ্যারি পটার, ডিসি ইউনিভার্স, ওয়ার্নার ব্রোস ও ডিসকভারির মতো জনপ্রিয় ব্র্যান্ডের সব কনটেন্ট। এর পাশাপাশি থাকছে ব্লকবাস্টার সিনেমা, পুরস্কারজয়ী সিরিজ, বাস্তবধর্মী গল্প ও পরিবারের সবার জন্য উপযোগী কনটেন্ট। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিশ্বজুড়ে জনপ্রিয় সিরিজ ‘গেম অব থ্রোনস,’ ‘হাউস অব দ্য ড্রাগন,’ ‘দ্য লাস্ট অব আস,’ ‘দ্য পেঙ্গুইন’ ও ‘দ্য পিট’ শুধু এইচবিও ম্যাক্সেই দেখা যাবে। পাশাপাশি রয়েছে, হলিউড ব্লকবাস্টার সিনেমা ‘সুপারম্যান’ ও ‘আ মাইনক্রাফট মুভি,’ ‘হ্যারি পটার’-এর সব পার্ট, ‘দ্য লর্ড অব দ্য রিংস’ ও ‘দ্য ম্যাট্রিক্স’ মুভি সিরিজ। ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় তথ্যচিত্র ‘গোল্ড রাশ,’ ও ‘ডেডলিয়েস্ট ক্যাচ’-এর মতো অনুষ্ঠানও দেখা যাবে; আর শিশুদের জন্য রয়েছে ‘টম অ্যান্ড জেরি,’ ‘দ্য ওয়ান্ডারফুলি উইয়ার্ড ওয়ার্ল্ড অব গামবল’ ও ‘লুনি টিউনস’-এর মতো অনুষ্ঠান। এ ছাড়াও, জনপ্রিয় সিটকম ‘ফ্রেন্ডস’ ও ‘দ্য বিগ ব্যাং থিওরি’ ২০২৬ সালের জানুয়ারি থেকে এইচবিও’র স্ট্রিমিং সেবায় যুক্ত হবে।

এইচবিও ও ম্যাক্স অরিজিনালসের কনটেন্ট প্ল্যাটফর্ম এইচবিও ম্যাক্সে ২৭ অক্টোবর প্রিমিয়ার হতে যাচ্ছে এইচবিও’র নতুন অরিজিনাল সিরিজ ‘ইট: ওয়েলকাম টু ডেরি’। স্টিফেন কিংয়ের বিখ্যাত ইট ইউনিভার্সের গল্প নিয়ে নির্মিত এই সিরিজ টেলিভিশনের জন্য নির্মাণ করেছেন চলচ্চিত্র নির্মাতা অ্যান্ডি মুশিয়েটি, বারবারা মুশিয়েটি ও জেসন ফুকস। তা ছাড়া, আগামী মাসগুলোতে মুক্তি পাবে আরও কিছু বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র, যার মধ্যে রয়েছে– ‘মেগান ২.০,’ ‘মিশন: ইম্পসিবল– দ্য ফাইনাল রেকনিং,’ ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ ও ‘ওয়েপনস।’

দর্শকেরা একাধিক ডিভাইস এবং এলজি ও স্যামসাংসহ বিভিন্ন স্মার্ট টিভি, মোবাইল ও কম্পিউটারে এইচবিও ম্যাক্স উপভোগ করতে পারবেন নির্দিষ্ট দেশে। ভ্রমণের সময়ও যেসব দেশে এইচবিও ম্যাক্সের কার্যক্রম রয়েছে, সেসব জায়গা থেকে প্ল্যাটফর্মটিতে লগইন করা যাবে। প্রত্যেক ব্যবহারকারী সর্বোচ্চ পাঁচটি আলাদা প্রোফাইল তৈরি করতে পারবেন, যেগুলো প্রিয় চরিত্রের অ্যাভাটার দিয়ে কাস্টোমাইজ করা যাবে।

ব্যবহারকারীরা দেখার অভ্যাসের ওপর ভিত্তি করে পাবেন কনটেন্ট সাজেশন; ব্যবহার করতে পারবেন ইজি সার্চ অপশন ও কনটিনিউ ওয়াচিং ফিচার এবং অফলাইনে দেখার জন্য রয়েছে ডাউনলোড অপশন। শিশুদের জন্য থাকবে আলাদা প্রোফাইল ও বয়স অনুযায়ী নির্ধারিত কনটেন্ট এবং সেই সঙ্গে প্যারেন্টাল কন্ট্রোলের ব্যবস্থা।

এইচবিও ম্যাক্সের বিভিন্ন অফার এবং সাবস্ক্রিপশন সম্পর্কে জানা যাবে এ ওয়েবসাইটে (www.hbomax.com) এবং এইচবিও ম্যাক্সের অ্যাপ। অ্যাপটি অ্যাপল স্টোর ও গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করা যাবে।

বাংলাদেশে স্ট্যান্ডার্ড প্ল্যানের সাবস্ক্রিপশন ফি ১ মাসের জন্য ৪.৯৯ মার্কিন ডলার এবং ১২ মাসের জন্য ৩৪.৯৯ মার্কিন ডলার। এ ক্ষেত্রে, একই সঙ্গে দুটি ডিভাইসে স্ট্রিম করা যাবে; সেই সঙ্গে পাওয়া যাবে সম্পূর্ণ এইচডি ভিডিও কোয়ালিটি ও ৩০টি কনটেন্ট ডাউনলোড করার সুযোগ।

এ ছাড়া, প্রিমিয়াম প্ল্যান নিতে চাইলে এক মাসের প্যাকজের মূল্য ৭.৪৯ মার্কিন ডলার এবং ১২ মাসের জন্য ৪৯.৯৯ মার্কিন ডলার। এই প্ল্যানে একসঙ্গে চারটি ডিভাইসে কনটেন্ট স্ট্রিম করা যাবে; পাওয়া যাবে ফোরকে আল্ট্রা এইচডি ভিডিও (যেখানে প্রযোজ্য) রেজুল্যুশন এবং ডলবি অ্যাটমস অডিও সাপোর্ট (সীমিত ক্ষেত্রে প্রযোজ্য)। এ ছাড়াও থাকবে সর্বোচ্চ এক শ’টি কনটেন্ট ডাউনলোড করার সুযোগ (শর্ত সাপেক্ষে)।

বিস্তারিত জানতে ভিজিট করতে পারেন HBO Max Help Center

  • ক্যানভাস অনলাইন
    ছবি: সংশ্লিষ্টদের সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top