আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে বিশেষ অঙ্গীকার প্রকাশ করেছে রাইড শেয়ারিং কোম্পানি উবার। এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি উল্লেখ করে, ‘একুশে ফেব্রুয়ারি আমাদের ভাষার অধিকার আদায়ের দিন। তাই এ দিনটি আমাদের বড় আপন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত হওয়ায় এটি আমাদের গর্বেরও দিন। প্রতি বছর আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বক্তৃতাসহ নানা আয়োজনে এই দিনটি উদযাপন করা হয়। শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠনসহ সর্বস্তরের জনগণ। প্রভাতফেরিতে অংশ নেওয়ার জন্য আমরা সাধারণত হেঁটেই শহিদ মিনারে যাই। তবে সেখান থেকে ফেরার সময় তো যানবাহনের প্রয়োজন হয়। আর এই ছুটির দিনে গণপরিবহনের সংকট দেখা দিতে পারে।’
‘আবার যেকোনো ছুটির দিনের মতো এদিনও রিকশা বা সিএনজি চালকরা আকাশছোঁয়া ভাড়া হেঁকে বসতে পারেন। এসব ক্ষেত্রে ঝামেলামুক্ত ও নিরাপদ যাতায়াতের জন্য আপনি বেছে নিতে পারেন উবারের মতো রাইডশেয়ারিং সার্ভিসগুলো। যেকোনো সময়, যেকোনো জায়গা থেকে বুক করা যায় বলে এসব সার্ভিস বেশ সুবিধাজনক। এক্স বা প্রিমিয়ামের মতো সার্ভিস আপনাকে দ্রুত ও নিরাপদে গন্তব্যে পৌঁছাতে সাহায্য করবে। পরিবারের সবাইকে নিয়ে বেরোনোর জন্য আছে এক্সএল। ঢাকা শহরের ভেতর একাধিক গন্তব্যে যাওয়ার জন্য আছে রেন্টালস। আর, যদি শহিদ মিনারে শ্রদ্ধা জানানোর পর নারায়ণগঞ্জ, সাভার, গাজীপুর বা ঢাকার আশেপাশের অন্য কোনো এলাকার রিসোর্টে ছুটির দিনটি কাটাতে যেতে চান, তাহলে ইন্টারসিটি সার্ভিস আপনার জন্য উপযুক্ত।’
‘রাইডশেয়ারিং সার্ভিসগুলোর নিরাপত্তার ফিচারের কারণে নিজের ও প্রিয়জনদের নিরাপত্তা নিয়েও আপনাকে দুশ্চিন্তায় পড়তে হবে না। তাই নিশ্চিন্তে যাতায়তের জন্য এসব সার্ভিস হতে পারে আপনার বিশ্বস্ত সঙ্গী,’ দাবি উবার কর্তৃপক্ষের।
- ক্যানভাস অনলাইন
ছবি: উবার-এর সৌজন্যে