সেলিব্রিটি স্টাইল I ভাবনায় অনিমেষ
অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ও পরিচালক অনিমেষ আইচ। ‘ভয়ংকর সুন্দর’ সিনেমা মুক্তির আগে থেকেই বন্ধুত্ব তাঁদের। ভাবনার ভাষায়, বন্ধুত্বপূর্ণ ভালোবাসা। অনিমেষ আইচের সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। সম্পর্কের মধুরতা বজায় রাখতে তাঁরা একসঙ্গে ঘোরেন, এখানে-সেখানে যান। তবে কোনো লুকোছাপা করেননি দুজনের কেউই। ইতিপূর্বে তাঁদের একসঙ্গে দেখা যায়নি কোনো ফটোশুটে। এবার দেখা গেল। দুজনের ভালো লাগা, মন্দ লাগা ও লাইফস্টাইলের খুঁটিনাটি নিয়ে কিছুক্ষণ কথা হলো
প্রিয় পোশাক?
ভাবনা: নির্দিষ্ট করে বলতে পারবো না। কিন্তু বাসার পুরোনো, একদম ন্যাতন্যাতা মানে যেটা পরে আমি সারা দিন থাকি- সুতির নাইটি, পায়জামা, টি-শার্ট- এগুলো আমার সবচেয়ে প্রিয়।
অনিমেষ: বুট, জিনস প্যান্ট, ফুলহাতা শার্ট।
প্রিয় রঙ?
ভাবনা: অনেক বছর আগে খুব প্রিয় রঙ ছিল বেগুনি, এখন আমার আর ঠিক একটি প্রিয় রং নেই আরকি। তবে হলুদ একটু বেশি পরছি।
অনিমেষ: কালো।
প্রথম ক্রাশ?
ভাবনা: হা হা হা। শাহরুখ খান।
অনিমেষ: আমাদের যুগে ক্রাশ আবিষ্কৃত হয়নি।
নিজের সম্পর্কে শোনা সবচেয়ে মজার রিউমার?
ভাবনা: আমি একটি নাটকে প্রেগন্যান্ট হয়েছিলাম। সেটা ইউটিউবে এখনো আছে। আমার ছবি দিয়ে লেখা হয়েছে- অভিনেত্রী ভাবনা গর্ভবতী, ক্যামেরার সামনে মুখ দেখাতে চাইলেন না।
অনিমেষ: পরিচালকদের রিউমার থাকে না।
অপ্রকাশ্য প্রতিভা?
ভাবনা: আমার আবার অপ্রকাশ্য কী প্রতিভা? তুমি বলো (অনিমেষের উদ্দেশে)
অনিমেষ: ভাবনা খুব ভালো রান্না করতে পারে।
ভাবনা: একদম মিথ্যা। বরং ও-ই ভালো রান্না করতে পারে। ও ওয়ান্ডারফুল কুক।
অনিমেষ: আমি ভালো গাড়ি চালাতে পারি।
প্রিয় ভ্রমণের জায়গা?
ভাবনা: লাস্ট কয়েক বছর ধরে আমার প্রিয় ভ্রমণের জায়গা সিঙ্গাপুর।
অনিমেষ: মালদ্বীপ।
ব্যাগে কী থাকে সব সময়?
ভাবনা: টাকা।
অনিমেষ: টাকা, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড।
প্রিয় সোশ্যাল অ্যাপ?
ভাবনা: ইনস্টাগ্রাম।
অনিমেষ: ইউটিউব।
প্রিয় অভিনেতা-অভিনেত্রী?
ভাবনা: দেশের বাইরে হলে অড্রে হেপবার্ন। তাঁকে আমি খুব পছন্দ করি। দেশের মধ্যে প্রিয় অভিনেত্রী ফেরদৌসী মজুমদার। আর অভিনেতা চঞ্চল চৌধুরী।
অনিমেষ: হুমায়ুন ফরীদি। আর অভিনেত্রী বলা যাচ্ছে না এ মুহূর্তে।
কোন ধরনের সিনেমা ভালো লাগে?
ভাবনা: রোম্যান্টিক আর পারিবারিক। হা হা হা।
অনিমেষ: হরর থ্রিলার।
প্রিয় সিনেমা?
ভাবনা: রোমান হলিডে।
অনিমেষ: সিন্ডলার্স লিস্ট।
প্রিয় গায়ক-গায়িকা?
ভাবনা: অরিজিৎ সিং। আর গায়িকা হচ্ছেন নেহা কাক্কার। দেশের মধ্যে আমার প্রিয় গায়ক হচ্ছেন সুবীর নন্দী। গায়িকা মমতাজ।
অনিমেষ: আমার প্রিয় গায়ক অনেকেই। আগুন ভাই। প্রিয় গায়িকা ন্যান্সি।
আপনি কি আবেগপ্রবণ?
ভাবনা: আমি অল্পতে রেগে যাই।
অনিমেষ: আবেগ নেই।
পছন্দের শব্দ?
ভাবনা: ‘ফালতু।’
অনিমেষ: আমার প্রিয় বাংলা শব্দ ‘জল’।
ঘরের সবচেয়ে পছন্দের বিষয়?
ভাবনা: আমার বাসাটাই আমার ভালো লাগে। আমার তো মনে হয় যার যার বেডরুমই তার তার পছন্দের জায়গা। বাসার সব জিনিসই ভালো লাগে।
অনিমেষ: আমার বাসায় চারটা কুকুর আছে। ওদের খুব ভালো লাগে।
আইডল?
ভাবনা: আমার আসলে ওই রকম আইডল কখনোই ছিল না। এ প্রশ্নটা খুবই কমন। সবাই জিজ্ঞাসা করে। আমার যখন যেটা ইচ্ছা হয়, সেটা আমি করি। আইডল কেউ নেই। তবে আমি আমার মায়ের মতো সৎ থাকতে চাই। আমি কারও মতো কিছু চাই না।
অনিমেষ: ওই অর্থে আইডল নেই কোনো। তবে হুমায়ূন আহমেদকে আমার খুব ভালো লাগে।
চলচ্চিত্র-সংশ্লিষ্ট না হলে কী হতেন?
ভাবনা: অভিনেত্রী না হলে ড্যান্সার হতাম। প্রফেশনাল ক্লাসিক্যাল ড্যান্সার হতাম।
অনিমেষ: পেইন্টার হতাম।
খেলাধুলা পছন্দ করেন?
ভাবনা: না, আমি খেলাধুলা পছন্দ করি না।
অনিমেষ: আমি পছন্দ করি। আমার পছন্দের খেলা ক্রিকেট।
রোম্যান্টিক সিন করতে চান কার সঙ্গে?
ভাবনা: হা হা হা। আমাদের কো-অ্যাক্টরদের কারও প্রতি আমার সেই ডিজায়ার নেই যে আমি তাঁর সঙ্গে রোম্যান্টিক হবো। তবে পাশের দেশে অর্থাৎ কাছাকাছির মধ্যে প্রসেনজিৎ হতে পারে।
অনিমেষ: আমি তো অভিনয়ই করি না।
ব্র্যান্ডপ্রীতি আছে?
ভাবনা: ফ্যাশন-সচেতনতা এবং ব্র্যান্ডপ্রীতির মধ্যে পার্থক্য আছে। মানে আমি এটা কখনো করতে পারব না যে আমি সালভাটর ফ্যারাগামোর একটা ড্রেস পরি। এটা হবে না। ড্রেস পছন্দ হতে হবে তারপর আমি কিনতে পারবো। তবে হ্যাঁ, আমি দেশ ও বিদেশের ভালো ভালো ডিজাইনারের কাপড় পরতে পছন্দ করি।
অনিমেষ: যেটা পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি সেটাই পরি। ব্র্যান্ডপ্রীতি নেই।
যদি আপনাকে কারও লাইফস্টাইল দেওয়া হয়, কারটা নেবেন?
ভাবনা: হা হা হা। আমি কারোটা নেবো না। আমারটাতেই আমি ঠিক আছি।
অনিমেষ: দিতে পারবেন না তো। হা হা হা। ডোনাল্ড ট্রাম্পেরটা দিয়ে দেন। হা হা হা।
এমন একজন মানুষ যার ব্যাগ ঘেঁটে দেখতে চান?
ভাবনা: সারা আলি খানের। আপাতত।
অনিমেষ: একটা ছেলেমানুষ কেন ব্যাগ ঘাঁটতে যাবে। হা হা হা। আমি চোর নাকি!
শিবলী আহমেদ
স্টাইলিং ও কনসেপ্ট: নুজহাত খান
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন