ফরহিম I প্রসাধিত
মেকআপ আজকাল ছেলেরাও করছে। নামিদামি ব্র্যান্ডগুলো তাই বাজারে ছাড়ছে তাদের জন্য বিশেষভাবে তৈরি সৌন্দর্যপণ্য
মেকআপ মেয়েদেরই কাজ- এই ট্যাবু ভেঙেছে বেশ কিছুদিন হলো। ছেলেরাও এতে ঝুঁকে পড়েছেন। সবচেয়ে বড় কথা, মেয়েদের যেমন চেহারার বিভিন্ন খুঁত ঢেকে নিতে মেকআপ ব্যবহৃত হয়, ছেলেদের জন্যও তেমনটা প্রযোজ্য হচ্ছে আজকাল।
ছেলেদের মেকআপ নিয়ে বর্তমানে কাজ করছে বেশ কিছু ব্র্যান্ড। তাদের ত্বকের গঠন অনুযায়ী বানাচ্ছে বিভিন্ন ধরনের মেকআপ। এগুলোর দামের মধ্যেও রয়েছে তারতম্য। এ ধরনের মেকআপের নাম নো মেকআপ মেকআপ ।
ব্র্যান্ডগুলোর মধ্যে শ্যানেল ছেলেদের মেকআপ তৈরিতে এগিয়ে। তারপরেই আছে ক্লিনিক, ডিটিআরটি এবং টম ফোর্ড। ছেলেদের প্রয়োজন কিংবা স্কিনটোন অনুযায়ী এসব ব্র্যান্ড বানাচ্ছে কনসিলার, ব্রোঞ্জার, বিবি ক্রিমসহ অনেক প্রডাক্ট। এ ছাড়া কেভিন মারফি কিংবা এনেস্তেশিয়ার মতো ব্র্যান্ডও এগুলো তৈরি করছে।
ছেলেদের মেকআপ প্রডাক্টের তালিকায় শীর্ষে আছে শ্যানেল। ব্র্যান্ডটির বয় ডি শ্যানেল নামে ছেলেদের মেকআপ কালেকশনের ট্যাগ লাইন : বিউটি নোওস নো জেন্ডার । এই রেঞ্জে রয়েছে ফাউন্ডেশন, আইব্রাও পেন্সিল আর লিপ বাম। এর ফাউন্ডেশন ত্বকের উপর খুব হালকা একটা অদৃশ্য পরত তৈরি করে, যা টিকে থাকে সারা দিন। ম্যাট ইফেক্ট আর ফেসের অসমান ভাব দূর করতে এই ফাউন্ডেশন ব্যবহৃত হতে পারে। দাম ৬৫ ডলার (৫৫০০ টাকা)। ওয়াটারপ্রুফ আইব্রাও পেন্সিলটি শুধু আইব্রাও নয়, অন্যান্য ফেশিয়াল হেয়ারকেও স্বাভাবিকতার সঙ্গে ডিফাইন করতে পারে। এর দাম ৪০ ডলার (৩৫০০ টাকা)। লিপ বামটির দাম ৩৮ ডলার (৩২০০ টাকা)। এর ব্যবহার ঠোঁট মসৃণ করে। এই লিপ বাম স্বচ্ছ হওয়ায় ঠোঁটে লাগালে দেখা যায় না, তবে এর ব্যবহারের ভালো প্রতিক্রিয়া দৃশ্যমান হয়। কেননা এটি টানা ৮ ঘণ্টা ধরে ঠোঁটে পুষ্টির সঞ্চার করে।
বিউটি ব্র্যান্ড ক্লিনিক বাজারে এনেছে ছেলেদের ফেস ব্রোঞ্জার। যারা ত্বকে হালকা সান ট্যানড টোন চান, তাদের জন্য এই প্রডাক্ট খুবই ভালো। দাম পড়বে ১৯ ডলার অর্থাৎ প্রায় ১৬০০ টাকা।
এরপরেই রয়েছে ডিটিআরটির বয়জ বি বোল্ড- বি বি ক্রিম । এই বিবি ক্রিম অনেকটা কাজ করে স্কিনকেয়ার ট্রিটমেন্ট হিসেবে। কারণ, এতে রয়েছে সানস্ক্রিন আর ময়শ্চারাইজারের গুণাগুণ, ফলে এর ব্যবহারে ত্বক আরও স্বাস্থ্যোজ্জ্বল হয়ে ওঠে। পাশাপাশি সাধারণ বিবি ক্রিমের মতোই এটি ত্বকের অসমান ভাব দূর করে। ফাউন্ডেশনের মতো খুব ভারী কভারেজ না দিলেও ছোটখাটো খুঁত ঢাকতে সক্ষম। দাম পড়বে ২৪ ডলার অর্থাৎ প্রায় ২০০০ টাকা।
ছেলেদের জন্য টম ফোর্ডের বেশ কিছু মেকআপ প্রডাক্ট রয়েছে। শুরুতেই বলা যায় তাদের কনসিলারের কথা। এটি ছেলেদের ত্বকে মিশে যায় খুব সহজে। শেভের কাটা-ছেঁড়া দাগ কিংবা যেকোনো খুঁত ঢেকে নিতে এর তুলনা হয় না। পয়েন্টেড ধাঁচের হওয়ায় ছেলেদের ব্যবহারের জন্যও বেশ সহজ।
টম ফোর্ড ছেলেদের জন্য ব্রাও কিটও তৈরি করে। ব্র্যান্ডটির ব্রাও জেল কম্ব মূলত পুরুষের চোখের ভ্রুর জন্য তৈরি। এটি ভ্রুজোড়াকে সুন্দর শেপে রাখে আর গাঢ় কালো রঙ দেওয়ার মাধ্যমে আরও ঘন করে। এসবের পাশাপাশি টম ফোর্ড ছেলেদের ব্রোঞ্জিং জেলও তৈরি করে থাকে। ত্বকে ট্যানিং ইফেক্ট দেওয়ার পাশাপাশি খুব মসৃণ ফিনিশও দেয়। তবে ক্লিনিকের ব্রোঞ্জারের তুলনায় এর দাম একটু বেশি। ৪৯ ডলার (৪০০০ টাকা)। আর কনসিলার এবং ব্রাও জেলের দাম যথাক্রমে ৪০ ডলার (৩৫০০ টাকা) আর ৪৭ ডলার (৩৮০০ টাকা)।
এনেস্তেশিয়া এনেছে টিনটেড ব্রাও জেল , যা দাড়ি আর হেয়ারলাইনে ধূসর রঙ এনে দিতে পারে। দাড়ি আর চুলে কাঁচা-পাকা মিলিয়ে একটা বোল্ড লুক চাইলে নিজের লিস্টে জুড়ে নিতে পারেন এই প্রডাক্ট। দাম ২২ ডলার (১৯০০ টাকা)।
বাংলাদেশে এখনো খুব প্রচলিত না হওয়ায় এখানকার কোনো দোকানে এই প্রডাক্টগুলো পাওয়া যাবে না। এসব পাবেন ব্র্যান্ডগুলোর নিজস্ব ওয়েবসাইটে।
I শিরীন অন্না
মডেল: রেহান
মেকওভার: পারসোনা
ছবি: সৈয়দ অয়ন