skip to Main Content

বুলেটিন

‘গেম অব থ্রোনস’কালেকশন

এই এপ্রিলের প্রতীক্ষায় ছিলেন অনেকেই। কারণ দুটো। প্রথমত, এই মাসে শুরু হতে যাচ্ছে এইচবিওর বহুল প্রতীক্ষিত সিরিজ ‘গেম অব থ্রোনস’-এর অষ্টম এবং শেষ সিজন। যেখানে জানা যাবে অজানা অনেক কিছু। দ্বিতীয়ত, ‘গেম অব থ্রোনস’অনুপ্রাণিত মেকআপ কালেকশন মিলবে বাজারে। সৌন্দর্যপ্রেমীদের জন্য সুখবর বটে। এখন অনায়াসে সেজে উঠতে পারবেন ডেনেরিস, সানসা কিংবা আরিয়ার মতো করে। জনপ্রিয় নেকেড প্যালেট খ্যাত ব্র্যান্ড ‘আরবান ডিকে’বাজারে নিয়ে আসছে এ কালেকশন। যা এইচবিওর সাড়া জাগানো এই সিরিজের কোনো ব্র্যান্ডের সঙ্গে প্রথম কোলাবরেশন। এ নিয়ে বিস্তারিত তথ্য পাওয়া না গেলেও মেকআপ ব্র্যান্ডটির ইনস্টাগ্রাম পেজে দুটো ছবি পোস্ট হতে দেখা গেছে। একটায় মডেলের চোখে ছিল গ্রাফিক টিল উইংগড লাইনার, সঙ্গে চোখের নিচে ম্যাচিং ব্লু আইশ্যাডো। পরের প্রমোশনাল পোস্টে মডেলকে দেখা গেছে শিমারিং ব্রোঞ্জ আই এবং লিপ মেকআপে। তবে কালেকশনে কী কী থাকছে, এখনো জানা যায়নি।

আইশ্যাডোতে এসপিএফ

অভিনব এ কাজ করে দেখিয়েছে সান প্রোটেকশন কোম্পানি সুপারগুপ। এই প্রথম তৈরি করেছে এসপিএফ সমন্বিত আইশ্যাডো শিমারশেডস। ২৪ ডলার দামের এ আইশ্যাডোগুলো এসপিএফ ৩০ যুক্ত। ক্রিমি ফর্মুলার হওয়ায় সিল্কি ফিনিশ দেয় চোখের পাতাজুড়ে। সহজে ব্লেন্ড করে নেওয়া যায় ত্বকে। শেডগুলোও দারুণ। ওয়ার্ম ব্রাউন, শ্যাম্পেন ও আল্ট্রা পেল গোল্ড— এ তিনটি শেডের প্রতিটি সহজে পরিধানযোগ্য, প্রকৃতিপ্রাণিত লুকের জন্য দুর্দান্ত। এতে আলাদা করে ব্রাশের প্রয়োজন হয় না। আঙুল দিয়েই এগুলোর অ্যাপ্লিকেশন সহজ। গেল বছর স্কিন ক্যানসার ফাউন্ডেশনের এক জরিপে দেখা গেছে, প্রতি পাঁচজনের মধ্যে একজন আমেরিকানের ত্বকে ক্যানসার দেখা দেয়, বয়স সত্তরের কাছাকাছি হলেই। এ থেকে বোঝা যায়, মূলত দীর্ঘ সময় ত্বক সুরক্ষিত না থাকার ফল এটি। অনেকেই ইউভি প্রটেক্টেড সানগ্লাস পরার পরামর্শ দেন, কিন্তু যারা চোখ দেখাতে চান, তাদের জন্য এই আইশ্যাডোগুলো চমৎকার অপশন। খবর আরও আছে। সুপারগুপ শুধু আইশ্যাডো তৈরি করেই থামছে না। খুব শিগগির তারা লঞ্চ করবে পুফ পার্ট পাউডার। এসপিএফ সমন্বিত এ পাউডার মিনারেল সানস্ক্রিন যুক্ত; যা স্ক্যাল্পকে সূর্য থেকে সুরক্ষা দেবে দিনভর। সান সেফ থাকা তাই এখন আরও অনেক সহজ।

সিক্সটি শেডস অব ফাউন্ডেশন

ফেনটি বিউটি আর কালার পপের মতো ব্র্যান্ডগুলোকে টক্কর দিতে বাজারে নামছে আরেক বিউটি মোগল ‘মরফে’। মোট ষাটটি ভিন্ন ভিন্ন শেডের ফাউন্ডেশন নিয়ে একটি পুরো কালেকশন তৈরি করছে ব্র্যান্ডটি। ‘দ্য ফ্লুইডিটি ফাউন্ডেশন’নামের এ কালেকশনে সব ধরনের আন্ডারটোনের ত্বকের জন্য মিলবে পারফেক্ট ম্যাচ। ম্যাট ফর্মুলার, ফুল কাভারেজ দেওয়া এ প্রোডাক্টগুলো দিচ্ছে ২৪ ঘণ্টা ত্বকে টিকে থাকার নিশ্চয়তা। পানি, ঘাম এমনকি ট্রান্সফারিং প্রুফ এগুলো। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, যাদের ম্যাট পছন্দ নয়, বরং শিশিরসিক্ত লুকে স্বচ্ছন্দ যারা, তারাও অনায়াসে ব্যবহার করে নিতে পারবেন ফাউন্ডেশনটি। সামান্য ফেস অয়েল মিশিয়ে নিলেই ম্যাজিকের মতো পাল্টে যাবে ফর্মুলা। দেবে ডিউই লুক। একদমই হাতের নাগালে এর দাম। মাত্র ১৮ ডলার। তবে সুখবর এখানেই শেষ নয়। এরই সঙ্গে মরফে বাজারে আনবে ৩১টি ফুল কাভারেজ সফট ম্যাট ফ্লুইড কনসিলার। পারফেক্ট বেজ মেকআপের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top