চলছে ‘একটি বীজের গল্প’ শিরোনামের শিল্প প্রদর্শনী। নগরীর ইকবাল রোডের কলাকেন্দ্রের চতুর্থ তলায় শিল্পী ফারেহা জেবার এ শিল্প প্রদর্শনীর উদ্বোধন হয়েছে ২০ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায়। ড্রয়িং, অবজেক্ট ও ইনস্টলেশন নিয়ে আয়োজিত এ প্রদর্শনীর বিষয়ে উদ্বোধনী দিনে কথা বলেছেন সমাজকর্মী খুশী কবির এবং প্রফেসর লালা রুখ সেলিম। প্রদর্শনী চলবে ১৯ অক্টোবর পর্যন্ত। প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা। প্রদর্শনীর কিউরেটর ওয়াকিলুর রহমান।
শিল্পী ফারেহা জেবা কিছুটা রাজনৈতিকধর্মী, ফিগারেটিভ ও ন্যারেটিভ কাজ করেন। ফিদা কাহলো ও সুফিয়া কামালকে নিয়ে সিরিজও করেছেন। তার সঙ্গে কথা বলে জানা গেল, ২০১২ সাল থেকে তিনি একটি বীজের গল্প শীর্ষক ছবিগুলো নিয়ে কাজ শুরু করেন। পুরোদমে কাজ শুরু করেন ২০১৬ সাল থেকে।
উল্লেখ্য, এবার ১০ বছর পর ফারেহা জেবার শিল্প প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।