ফরিদপুর-১ আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য ও আমিন জুয়েলার্সের ব্যাবস্থাপনা পরিচালক কাজী সিরাজুল ইসলাম তার এলাকার দরিদ্র মানুষের মাঝে খাবার বিতরণ করে যাচ্ছেন। কাজী সিরাজুল ইসলামের দারিদ্র সহায়তা প্রকল্পে তার সঙ্গী হয়েছেন তার ছেলে কাজী আমিনুল ইসলাম; যিনি আমিন জুয়েলার্স লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর এবং বাংলাদেশ জুয়েলারি অ্যাসোসিয়েশনের ভাইস-প্রেসিডেন্ট। ইতোপুর্বে তারা আলফাডাঙ্গা ও বোয়ালমারী উপজেলায় এ ধরনের সহায়তা করেছেন। এবার মধুখালী উপজেলার দরিদ্র মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন। সাবেক এমপি কাজী সিরাজুল ইসলাম জানান, করোনা ভাইরাসের কারণে যারা অসহায় অবস্থার মধ্যে রয়েছে সেই সব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। যাতে করে কোন ব্যক্তি না খেয়ে থাকতে না হয়। যতদিন পর্যন্ত হতদরিদ্র মানুষগুলো আয় রোজগারে যেতে পারবেন না ততদিন পর্যন্ত খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রাখা হবে। এছাড়াও বাংলাদেশের বিভিন্ন স্থানে কাজী সিরাজুল ইসলাম এবং কাজী আমিনুল ইসলামের নিজ তহবিল থেকে ত্রান সামগ্রী ও ব্যাক্তিগত সাহায্য অব্যাহত রয়েছে।
Related Projects
হারল্যান স্টোর থেকে পণ্য কিনে লাখপতি মালা
- April 3, 2024
১০ মার্চ থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটিতে তিনি চতুর্থ লাখপতি