স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স তাদের হট সিরিজের সবশেষ মডেল হট ১০ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে। ৫২০০ এমএএইচ ব্যাটারি ও মিডিয়া টেক হেলিও জি৭০ প্রসেসরের নতুন ফোন হট ১০ নিয়ে আসছে চীনের শেনজেন শহর-ভিত্তিক এ প্রতিষ্ঠানটি।
গেমিংয়ে অভিজ্ঞতা দেওয়ার জন্য ইনফিনিক্স হট ১০-এ ৬.৫৮ ইঞ্চির এইচডি+প্লাস ইনফিনিটি ও ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৭০ প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১০ চালিত এই ফোনটিতে ৫২০০ এমএএইচ ক্ষমতার ব্যাটারি রয়েছে যা ফোনটিকে ৩৪ দিন স্ট্যান্ডবাই ব্যবহারের সুবিধা দেবে। এতে ডুয়েল ফ্ল্যাশসহ একটি ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা এবং কোয়াড ফ্ল্যাশসহ ১৬ এমপি রিয়ার ক্যামেরা আছে। ফোনটিতে ৪ গিগাবাইট র্যাম এবং ১২৮ গিগাবাইট ইন্টারন্যাল স্টোরেজ রয়েছে। এর ডেডিকেটেড মাইক্রোএসডি স্লট ব্যবহার করে ৫১২ গিগাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
“গ্রাহকদের দারুণ অভিজ্ঞতা দিতে সেরা সব সেবা প্রদানে বিশ্বাস করে ইনফিনিক্স। হট ১০ তাদের এমন এক শক্তিশালী ডিভাইস যা বর্তমান সময়ের ব্যবহারকারীদের সব ধরনের কনটেন্ট উপভোগ এবং যে কোনো পরিস্থিতিতে ব্যবহারের জন্য উপযুক্ত”, বলেন ইনফিনিক্স বাংলাদেশের কান্ট্রি হেড জ্যাকি চ্যান। হট ১০ ব্ল্যাক, অ্যাম্বার রেড, ওশান ওয়েভ এবং মুনলাইট জেড রঙে বাজারে এসেছে। ৪ জিবি ও ১২৮ জিবি দুটি সংস্করণে আসা এই ফোনটি বাংলাদেশের বাজারে কিনতে খরচ পড়বে ১২ হাজার ৯৯০ টাকা।