অনেক প্রসাধনী নির্ধারিত সময়ের আগেই নষ্ট হতে শুরু করে। এগুলোর যত্ন নিতে ফ্রিজ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফ্রিজে সংরক্ষণ করা যায় এমন কয়েকটি প্রসাধনী হলো- লিপস্টিক, মেকআপ (তরল), নেইলপলিশ, আইক্রিম বা জেল, সানস্ক্রিন ও পারফিউম।
লিপস্টিকে থাকা কেমিক্যাল ব্যবহারের কিছুদিন পরই নষ্ট হতে শুরু করে। ফলে এটি শুকিয়ে যায়। তবে ফ্রিজে রাখলে এর গুণ অক্ষুণ্ন থাকে।
নেইলপলিশ আলোর তাপে জমে যায়। রঙও বদলে যায়। ফ্রিজে রাখলে এর রঙ বজায় থাকে। তরল থাকে দীর্ঘদিন।
যেকোনো মেকআপ খুললেই শুকিয়ে যেতে থাকে। তাই ফাউন্ডেশন, আইলাইনার ও মাসকারা সব সময় ফ্রিজে রাখা উচিত।
আইক্রিমের গুণ অনেক দিন অক্ষুণ্ন থাকে ফ্রিজে রাখলে। ঠান্ডা আইজেল চোখে ব্যবহার করলে ক্লান্তিও দূর হয়।
সানস্ক্রিন ব্যবহারের পরই ফ্রিজে সংরক্ষণ করা ভালো। সাধারণ তাপমাত্রায় এর এসপিএফ মাত্রা নষ্ট হয়। তাই এটি ব্যবহার করেও ভালো ফল পাওয়া যায় না।
পারফিউমও ফ্রিজে সংরক্ষণ জরুরি। তাপের সংস্পর্শে সুগন্ধ নষ্ট হয়ে যায়।