এবারই প্রথম নয়। সৌন্দর্যবিশ্বে এর আগেও সরব দেখা গেছে লেডি গাগাকে। ২০১২ তে প্রথম পারফিউম লঞ্চ করেন তিনি। ম্যাকের সঙ্গে কোলাবরেশনেও গেছেন দুবার। তবে এবার তার পরিকল্পনা, একদম নিজস্ব বিউটি ব্র্যান্ড নিয়ে কাজ করবেন। সম্প্রতি তার কোম্পানি ‘এট মাই হার্ট ইনক’ গেল ফেব্রুয়ারিতে একটি ট্রেডমার্ক ফাইল করেছে। ‘হস বিউটি’ নামে এই কোম্পানি কসমেটিকস থেকে পারফিউম, কোলন এমনকি স্কিনকেয়ার প্রডাক্টও বাজারে আনার পরিকল্পনা করছে। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা।
Related Projects
‘সিন্ডারেলা’ টেইলর সুইফট!
- October 12, 2023
এই আউটফিটে ছিল একটি ফিট-অ্যান্ড-ফ্লেয়ার শিল্যুয়েট এবং ফ্লোর-সুইপিং হেমলাইন। সঙ্গে অ্যাকসেসরিজ হিসেবে টেইলর পরেছিলেন একটি ক্ল্যাসিক ডায়মন্ড টেনিস নেকলেস
সুজুকি ও আর্টসেলের সংগীত সঙ্গত
- December 24, 2024
আর্টসেল এবং সুজুকির অফিশিয়াল ফেসবুক ও ইউটিউব পেজে মিউজিক ভিডিওটি উপভোগ করা যাবে