বাংলাদেশি ফ্যাশন হাউজ রঙ বাংলাদেশ পয়লা ফাল্গুন উপলক্ষে এনেছে বিশেষ ফাল্গুন সংগ্রহ। গোল্ডেন হলুদ, কাঁচা হলুদ, কমলা, গেরুয়া, ম্যাজেন্টা, গাজর, কমলা, টিয়া, সবুজ, নেভি ব্লু ও ফিরোজা রঙে রাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির ফাল্গুনের পোশাক। ফ্লোরাল মোটিফে মূলত ট্র্র্যাডিশনাল পোশাক থাকছে এই কালেকশনে। রয়েছে ফিউশনের নান্দনিক মিশেলের সম্ভার। সুতি, লিনেন, এন্ডি, সিল্ক, হাফ সিল্ক কাপড়ে পোশাকের নকশাকে ফুটিয়ে তোলা হয়েছে নানা ভ্যালু অ্যাডেড মিডিয়ার ব্যবহারে। এর মধ্যে রয়েছে ব্লক প্রিন্ট, স্ক্রিন প্রিন্ট, হাতের কাজ, কারচুপি ইত্যাদি।
সংগ্রহে যা রয়েছে:
মেয়েদের পোশাক: শাড়ি, থ্রিপিস, সিঙ্গেল কামিজ, টপস সেট, আনস্টিচ ড্রেস, পালাজ্জো, সিঙ্গেল ওড়না, ব্লাউজ।
ছেলেদের পোশাক: পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট, কাতুয়া।
ছোটদের পোশাক: সালোয়ার-কামিজ, সিঙ্গেল কামিজ, ফ্রক, স্কার্ট টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট।
উৎসবের পরিপূর্ণতার জন্য পাওয়া যাবে যুগল আর পরিবারের সবার জন্য একই থিমের পোশাক। এ ছাড়া রয়েছে জুয়েলারি, মেয়েদের ব্যাগ, পার্স, উপহারসামগ্রী এবং নানা ডিজাইনের মগ।
রঙ বাংলাদেশের সাব-ব্র্যান্ড হিসেবে থাকছে ওয়েস্ট রঙ। রঙ জুনিয়র-এর পোশাকেও রয়েছে পয়লা ফাল্গুন উৎসবের আমেজ। ফ্যাশনপ্রিয় বাঙালি উদযাপন ইচ্ছাকে মাত্রা দিতে প্রতিটি পোশাককে রাখা হয়েছে ক্রয়সাধ্যের মধ্যে।
পোশাকের মূল্য:
মেয়েদের পোশাক: শাড়ি ৮০০-৬,০০০ টাকা, সিঙ্গেল কামিজ ৮০০-২,৫০০ টাকা, থ্রিপিস ২,০০০-৪,৫০০ টাকা, আনস্টিচ ড্রেস ১,২০০-৩,৫০০ টাকা, ব্লাউজ ২৫০-৮০০ টাকা, সিঙ্গেল ওড়না ৫০০-১,৫০০ টাকা, টপস সেট ১৫০০-২,৫০০ টাকা, সিঙ্গেল পালাজো ৬০০-১,০০০ টাকা।
ছেলেদের পোশাক: পাঞ্জাবি ৮০০-২,০০০ টাকা, কাতুয়া ৭০০-১,৫০০ টাকা, শার্ট-৬০০-১,৫০০ টাকা, টি-শার্ট ৪০০-৬০০ টাকা।
বাচ্চা মেয়েদের পোশাক: শাড়ি ৮০০-২,০০০ টাকা, ফ্রক ৬০০-১,০০০ টাকা, কামিজ ৬০০-১,০০০ টাকা, স্কার্ট টপস ৬০০-১,৫০০ টাকা।
বাচ্চা ছেলেদের পোশাক: পাঞ্জাবি ৬০০-১,০০০ টাকা, শার্ট ৪৫০-৬৫০ টাকা, টি-শার্ট ৩০০-৫০০ টাকা।
মগ ২০০-৪০০ টাকা।
রঙ বাংলাদেশ-এর ঢাকা ও ঢাকার বাইরের সব আউটলেটেই পাওয়া যাবে চমৎকার এই ফাল্গুন সংগ্রহ। ভিড়ভাট্টা সামলে শপে গিয়ে কিনতে অনাগ্রহী হলে, বাসায় বসেই অর্ডার করা যাবে পছন্দের পোশাক। এ জন্য রয়েছে ক্যাশ অন ডেলিভারির বিশেষ সুযোগ। তাই দেরি নয়, আজই সংগ্রহ করুন আপনার প্রিয় ব্র্যান্ড রঙ বাংলাদেশ-এর ফাল্গুনের পোশাক ।
ওয়েবসাইট: www.rang-bd.com, ফেসবুক পেজ- facebook/rangbangladesh , হেল্পলাইন- ০১৭৭৭৭৪৪৩৪৪ এবং ০১৯৮৪৮৮৮৪৪৪ ।