আমাদের অনেকেরই চুল পাকার বয়স হবার আগে চুল পেকে যায়। তখন প্রয়োজন হয় চুলে কালার করার। কিন্তু কালার করে আর কত দিন থাকা যায়? কালার করলে তা খুব বেশি গাঢ় হয়ে যাওয়ার করণে এটি অনেকের কাছে অস্বাভাবিক লাগে। কেউবা আবার কালার করতে চান না। তাহলে কি পাকা চুল নিয়েই কাটাতে হবে বাকি জীবন? চাই এমন একটি উপায় যা প্রাকৃতিকভাবেই চুল কালো করবে। চুল কালো করতে বাড়িতেই তৈরি করা যাবে এমন একট মিশ্রণ, যা পান করলে পাওয়া যাবে উপকার।
ভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, দিনে ৩ থেকে ৪ বার এই মিরাকল ড্রিঙ্ক ১ চামচ করে পান করলে তা পাকা চুল কমাবে। ভালো ফল পেতে অর্থাৎ পুরোপুরি কালো চুল পেতে মিশ্রণটি পান করতে হবে অন্তত ৩ মাস।
প্রতিবেদনে বলা হয়েছে, কীভাবে তৈরি করবেন সেই মিরাকল ড্রিঙ্কটি।
উপকরণ: ৫টি বাতাবি লেবু, ৫ কোয়া রসুন ছাড়ানো, ১ কাপ মধু, ১ কাপ ফ্ল্যাক্স সিডের তেল।
যেভাবে তৈরি করবেন: লেবু ছাল ছাড়িয়ে অথবা না ছাড়িয়েই ব্যবহার করা যেতে পারে। তবে ছালটি যেহেতু বাইরের আবরণ, সেহেতু ছাল ছাড়িয়েই ব্যবহার করা উত্তম। সব উপাদান একসঙ্গে ভালোভাবে ব্লেন্ড করুন। মিশ্রণটি পর্যাপ্ত ঘন হয়ে গেলে তা একটি পরিষ্কার কাচের জারে নিন। দিনে ৩ থেকে ৪ বার, ১ চামচ করে ৩ মাস পান করুন।
প্রতিবেদন অনুযায়ী যারা নিয়মিত মিশ্রণটি পান করেছেন, তারা আশানুরূপ ফল পেয়েছেন। তারা আরও জানিয়েছেন, মিশ্রণটি পান করার ফলে শুধু তাদের পাকা চুলই কমেনি, তাদের দৃষ্টিশক্তিও আগের থেকে প্রখরতর হয়েছে।