প্রয়াত ভি এস নাইপল। সাহিত্যে নোবেল পুরস্কার বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত বিশ্ববিখ্যাত এই লেখক শনিবার রাতে লন্ডনে তাঁর বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। ২০০১ সালে তিনি সাহিত্যে নোবেল পান।
১৯৩২ সালে ১৭ আগস্ট ত্রিনিদাদে জন্মগ্রহণ করেন নাইপল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন। মাত্র ২৫ বছর বয়সেই ‘মিস্টিক মেজর’ নামক উপন্যাসটি লিখে ফেলেন। এটিই তাঁর প্রথম উপন্যাস। এ ছাড়া ‘আ হাউজ ফর মি’, ‘বিশ্বাস’, ‘আ বেন্ড ইন দ্য রিভার’, ‘ইন আ ফ্রি স্টেট’-এর রচয়িতা তিনি। মূলত নাগরিক পরিসর ও তার বিভিন্ন আলো-আঁধারি জগৎ, নাগরিক বিপন্নতা নাইপলের কথাসাহিত্যে উঠে এসেছে। তাঁর শিকড় যে উপমহাদেশে, সেটি তাঁর লেখা ভালোভাবে পড়লেই বোঝা যায়। নাইপলের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বিশ্বের সাহিত্য মহল। তাঁর মৃত্যুতে শোকজ্ঞাপন করেছেন সালমান রুশদি। তিনি তাঁর টুইটার বার্তায় লিখেছেন, ‘জীবনবোধ, রাজনীতি, সাহিত্য ইত্যাদি বিষয়ে আমাদের মধ্যে প্রবল মতানৈক্য ছিল। কিন্তু তাঁর মৃত্যুতে আমি গভীরভাবে শোকাচ্ছন্ন। আমার মনে হচ্ছে, আমি আমার বড় ভাইকে হারিয়ে ফেললাম। তিনি যেখানেই থাকুন শান্তিতে থাকুন।’