গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক ঢাকা হোটেল।কর্তৃপক্ষ ১১ আগস্ট বৃহস্পতিবার থেকে ‘বাংলা ফুড ফেস্ট’ এর আয়োজন করছে। এক সপ্তাহব্যাপী এই বাংলা খাবারের উৎসবে থাকছে মজাদার সব বাংলা খাবারের সমাহার। মরিচ বাটা, ভুনা হাঁসের গোস্ত, ঢাকাইয়া খাশির পায়া, চেপা শুটকির লোৱা, কলা মোছা ভর্তা, পিয়াজ লাল মরিচ ও রসুনের চাটনি, নারিকেল দুধে ভিজা চিতই পিঠা, তান্দুরি শিকানদারী রান এর মতো আরো অনেক মুখরোচক ও লোভনীয় খাবার। শুধু খাবারেই উৎসব শেষ নয়, আয়োজকরা জানান এতে আরও থাকবে ঐতিহ্যবাহী বাংলা গান, বায়োস্কোপ বুথ, কাব্যিক বইয়ের বুথ, ফ্রি মেহেদী বুথ, ফটো বুথ, শিশুদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও লটারী। এই আয়োজনের উদ্বোধন হবে ১১ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৫টা ৩০ মিনিটে। বনানী ৭ নম্বর রোড। বিশেষ অতিথি হিসেবে থাকবেন অভিনেতা নিরব ও গায়ক রাফাত। বিস্তারিত জানতে: ০১৭৭৭৭১১৭৭৮, ০১৭৮৭৬৭৯০৯০
Related Projects
কে হবেন ‘মিস ইউনিভার্স ২০২১’? যে ৫ জন আলোচনায়
- November 21, 2021
আগামী ১২ ডিসেম্বর নিজের উত্তরাধিকারীর…