ঈদ আনন্দের নানামুখী প্রস্তুতির অন্যতম অনুঘটক পোশাক-পরিচ্ছদ। অন্যদিকে ১২ মে ফ্যাশন হাউজ কে ক্র্যাফট পা রাখছে যৌবনের ২৫ বছরে। তাই ক্রেতাদের জন্য এবারের পোশাক আয়োজনে থাকছে ভিন্ন মাত্রা। রং ও মোটিফে থাকছে বৈচিত্র্য। ঈদ কালেকশনে থাকছে শাড়ি, সালোয়ার-কামিজ, লং-কুর্তি, টপস-স্কার্ট, পাঞ্জাবি, শার্ট ও টি-শার্ট। ফ্যাব্রিকে থাকছে হ্যান্ডলুম কটন, ভয়েল, লিনেন, টু-টোন কটন, এন্ডি কটন, ডবি ডিজাইন কটন, হাফ সিল্ক, কোটা মসলিন, জ্যাকার্ড, জর্জেট ইত্যাদি। আফ্রিকান, এথনিক, জ্যামিতিক, জামদানি, ফ্লোরাল, টেক্সটাইল টেক্সচার ও ইসলামিক মোটিফের ছোঁয়া থাকছে কালেকশনটিতে। কামিজের কাটিং ও প্যাটার্নেও থাকছে বৈচিত্র্য। যেমন লেয়ার্ড স্টাইলের কামিজ ও কুর্তি, ড্রপ-স্লিভ ও ফোল্ড স্লিভ, এ-লাইন কামিজ ও কুর্তি, কটিসহ কামিজ ও কুর্তি, আনারকলি স্টাইল, ইন্দো-ওয়েস্টার্ন স্টাইল এবং ক্ল্যাসিক কামিজ প্যাটার্ন। নেক লাইন, হেম স্লিভেও থাকছে ভিন্নতা।
রং হিসেবে প্রাধান্য পেয়েছে লাইট ব্লু, কফি, অ্যাশ, বিস্কিট, সাদা, লাইট আকাশি, পেস্ট-বারগ্যান্ডি, সবুজ, ফিরোজা, বেগুনি, ব্রিক-রেড, কালো ইত্যাদি।