বাংলাদেশ পারি দিলো ৫০ বছরের দীর্ঘ পথ। অনেক সূচকেই আজ আমরা এগিয়ে। উন্নয়নশীল দেশের তালিকায় আমরা স্থান করে নিয়েছি। এই অগ্রযাত্রায় নারীদের অবদান অনবদ্য এবং অপূরণীয়। আত্মশক্তিতে মমতা আর ক্ষমতার এক প্রতীক প্রতিটি অঙ্গনের নারীরা। রোজ এগিয়ে যাবো, লড়াই করবো সাহস নিয়ে। আর পিছিয়ে থাকবো না। জয়া স্যানিটারি ন্যাপকিন পরিবারের পক্ষ থেকে সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা।
Related Projects
লো মেরিডিয়েন ঢাকায় শুরু হতে যাচ্ছে দশ দিনব্যাপি বেনারসি উৎসব
- February 22, 2024
ফেস্টিভ্যালে কারিগরেরা তাদের সুনিপুণ হাতের ছোঁয়ায় বানানো বেনারসিগুলোর পেছনের গল্প উপস্থাপন করতে পারবেন ক্রেতা ও দর্শনার্থীদের সামনে। তেমনিভাবে দর্শনার্থীরাও নামকরা সব বেনারসি কারিগরদের বুনন কৌশলের সরাসরি উপভোগ করার অনন্য সুযোগ পাবেন
‘গরমে চরম ব্যাপার’ শেয়ারট্রিপে
- May 9, 2024
ক্যাম্পেইনে অংশ নিতে ব্যবহারকারীদের শেয়ারট্রিপ থেকে সেবা গ্রহণ করে শেয়ারট্রিপ পে’র মাধ্যমে অর্থ পরিশোধ করতে হবে