ঢাকার ঈদ বাজারে নতুন সংযোজন হিসেবে আসছে নিবেদিতার নিবেদন ‘নাইট মার্কেট’। রাজধানীর তেজগাঁও এরিয়াতে অবস্থিত আলোকি কনভেনশন সেন্টারে দুপুর দুটা থেকে সেহেরী পর্যন্ত চলবে এই আয়োজন। জীবন যাপনের সঙ্গে সম্পর্কিত সকল পণ্যের সমাহারের থাকবে। ফুড কোর্ট স্টাইলে খাবারের উদ্যোক্তারা স্টল সাজাবেন। ইফতার ও সেহেরীর পর্যাপ্ত ব্যবস্থা থাকবে বলে জানা যায় নিবেদিতার কর্ণধার আনিকা ইসলামের কাছ থেকে।
নিবেদিতা নারী উদ্যোক্তাদের ব্যবসার প্রচারে কাজ করে থাকে। অভিনব পরিকল্পনার এই ইভেন্ট আয়োজনের পেছনের গল্প জানালেন আনিকা। তিনি বলেন, ‘আমার ছোট বেলা কেটেছে চট্টগ্রামে। সেখানে তারাবীর নামাজ শেষে কেনাকাটার চল ছিল। অনেক রাত পর্যন্ত শপিং মল খোলা থাকত। ঢাকার ঈদ মার্কেটে দেখেছি ভিন্ন চিত্র। রাত ১টার মধ্যে বন্ধ হয়ে যায় বেশির ভাগ ঈদ বাজার। রোজা রেখে সম্পন্ন করতে হয় শপিং, যা কষ্টকর। সেখান থেকেই আমার নাইট মার্কেট আয়োজনের ইচ্ছা হয়। যেখানে সারা দিন রোজার পরে ইবাদাত বন্দেগী শেষে সবাই আনন্দ উপভোগের সুযোগ পাবেন। ইফতার-রাতের খাবার-সেহেরি শেষ করে ফিরতে পারবেন বাসায়।’
নাইট মার্কেটে নামাজ পরার জায়গার সুব্যবস্থা করা হয়েছে। আবার, পরিবারের সঙ্গে ঘুরতে আসা বাচ্চারাও যাতে উপভোগ করতে পারে, সে জন্যে আছে কিডস জোন। ২৮ থেকে ৩০ মার্চ, দুপুর ২টা থেকে রাত ৩টা পর্যন্ত চলবে নিবেদিতা নাইট মার্কেট।
- সারাহ্/ ক্যানভাস অনলাইন
ছবি: নিবেদিতা’র সৌজন্যে