বিউটি বক্স
ব্রাশ ক্রাশ
গ্লিটার, শিমার আর হলোগ্রাফিকে বুঁদ থাকবে চলতি বছরের সৌন্দর্যবিশ্ব। বিখ্যাত বিউটি ব্র্যান্ডগুলোর সাম্প্রতিক নানা পণ্য সেই আভাসই দিচ্ছে। মজার ব্যাপার হচ্ছে, বিউটি টুল কোম্পানিগুলোও পিছিয়ে নেই এই ট্রেন্ডের দৌড়ে। শিমারি সমুজ্জ্বলতার দেখা মিলেছে তাদের কারিগরিতেও। বছরের প্রথম চমকটা ছিল রিয়েল টেকনিকের। ইতিমধ্যে কোম্পানিটি বাজারে এনেছে তাদের গ্লিটারি ব্রাশ সেট, ব্রাশ ক্রাশ। রিয়েল টেকনিকের দারুণ গুণমান, সঙ্গে হালের হলোগ্রাফিক ট্রেন্ডের মিশেল লিমিটেড এডিশন এ ব্রাশ সেটটিকে সৌন্দর্যচর্চায় জরুরি করে তুলেছে। শিমারি পিঙ্ক আর পার্পলের মিশেলে তৈরি দ্য ব্রাশ ক্রাশ কালেকশনে থাকছে মোট আটটি মেকআপ ব্রাশ। পাউডার, ফাউন্ডেশন, কনট্যুর, ব্লাশ, ফ্যান, আইশ্যাডো আর কাবুকি ব্রাশের পুরো সেটটাই তৈরি হয়েছে হলোগ্রাফিক ডিজাইনে। দামটাও হাতের নাগালে। হাজারের কিছু কমবেশি খরচ করতে হবে প্রতিটি ব্রাশের জন্য। পাওয়া যাবে রিয়েল টেকনিক বাংলাদেশের অফিশিয়াল পেজে।
ব্লেন্ড অ্যান্ড ব্লার
‘ইউ ডোন্ট ব্লেন্ড ইট, বাট ইওর মেকআপ ক্যান’- স্লোগানে বাজারে এসেছে রিয়েল টেকনিকের আরেক মাস্টারপিস ব্রাশ সেট। মুখ, গলা থেকে পুরো শরীর- দেহের প্রতিটি অংশে সুন্দরভাবে মেকআপ প্রয়োগের জন্য দারুণ অপশন এ ব্রাশগুলো। ভিন্নতর কার্ভড ডিজাইনে তৈরি। সহজেই এঁটে যায় হাতে। ফলে সুন্দর ও সহজভাবে পরিচালনা করা যায় মেকআপ করার সময়। ঘন ব্রিসলের ডিম্বাকার মাথাবিশিষ্ট ব্রাশগুলোর প্রতিটি দেয় নিখুঁত ব্লেন্ডিংয়ের নিশ্চয়তা। সুইপিং কিংবা সার্কুলার- দুভাবেই মেকআপ ব্লেন্ডিংয়ে সচেষ্ট প্রতিটি ব্রাশ। পাউডার, লিকুইড কিংবা ক্রিম- সব ধরনের ফর্মুলায় তৈরি মেকআপের প্রতিটি কণা মিশিয়ে দেয় ত্বকে। শ্যাডো, ফাউন্ডেশন, কনট্যুর, চিক আর অলওভার ব্রাশ মিলবে ব্লেন্ড অ্যান্ড ব্লার কালেকশনে। প্রতিটির দাম ৯৫০ থেকে ১৫০০ টাকার মধ্যে।
প্লাশ পাফ
মেকআপ সেট করার ক্ষেত্রে পাউডার প্রধানতম উপাদান। এর প্রয়োগ সহজ ও কার্যকর করে তুলতেই আস্ত এক সেট ব্রাশ নিয়ে হাজির রিয়েল টেকনিক। পাউডার ব্লু নামের এ কালেকশনের সর্বাধিক বিক্রীত প্রডাক্টগুলোর একটি এই প্লাশ পাউডার পাফ। নরম ও ভেলভেটি টেক্সচারের পাফটি ফখব্লু প্রযুক্তিতে তৈরি। ফলে ঠিক যতটুকু প্রয়োজন, ততটুকু প্রডাক্ট দিয়েই ত্বকের মেকআপ সেট করতে সচেষ্ট এটি। সিনথেটিক ম্যাটেরিয়ালে তৈরি হলেও দেয় একদম প্রাকৃতিক, নিখুঁত এবং দীর্ঘস্থায়ী মেকআপ লুকের নিশ্চয়তা। দাম ৭২০ টাকা।
মিরাকল ক্লিনজিং স্পঞ্জ
মেকআপ প্রয়োগের প্রয়োজনীয় যন্ত্রপাতি তৈরি করেই থামতে নারাজ রিয়েল টেকনিক। ত্বককে মেকআপ উপযোগী করে তুলতে তাদের নতুন উদ্যোগের ফল মিরাকল ক্লিনজিং স্পঞ্জ। প্রয়োগ নয় বরং প্রস্তুতিই পণ্যটির মূল লক্ষ্য। ক্লিনজিং তো বটেই, এক্সফোলিয়েশনেও চমৎকার এটি। অবিকল রিয়েল টেকনিকের মিরাকল স্পঞ্জের মতো দেখতে টুলটি ত্বকের বিভিন্ন কোণে পৌঁছে যায় সহজেই। কোমলভাবে পরিষ্কার করে ত্বক। দূর করে ধুলা, ময়লা, তেল আর দূষণ। দেয় মসৃণ ও দাগমুক্ত ত্বকের নিশ্চয়তা। দেখতে অমসৃণ হলেও ত্বকের উপর বেশ কোমলভাবে কাজ করে স্পঞ্জটি। ল্যাটেক্স ফ্রি হওয়ায় ত্বকের জন্যও দারুণ উপযোগী। দাম ৬৭৫ টাকা।