রাজধানীর গ্যালারী কিউরিয়াস-এ চলছে চিত্র প্রদর্শনি। ১৫ ফেব্রুয়ারি শুরু হয়েছে এক্সিবিশনটি। তাতে এম শাহদাত হোসেন কিরণের তোলা ১২২টি ছবি প্রদর্শিত হচ্ছে। প্রদর্শনির উদ্বোধন করেন ফটোগ্রাফার মুনেম ওয়াসিফ, শফিকুল আলম কিরণ ও জয় কে চৌধুরী।
শিরোনামহীন, শুভ্রতার প্রার্থনা, কঠিন কোমল, জলতরঙ্গে বর্ণিলতা, ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, ছাতায় ছন্দ বর্ষাবিহীন, চঞ্চল সময়ে বুঝি ক্ষণিকের ঠাঁই, ভঙ্গিমাতে গল্প যেন, সৃষ্টির ভূমিকা, ক্ষণিকের অতিথি- এমন ৪৩টি শিরোনামে সাজানো হয়েছে ছবিগুলো। কিছু ছবি রয়েছে ভিনদেশের।
এম শাহদাত হোসেন কিরণ ডেকো লেগেছি গ্রুপের চেয়ারম্যান, ১৯৭২ সালে তার ক্যারিয়ার শুরু চামড়াজাত পণ্য রপ্ততানির মধ্য দিয়ে। পরে তিনি পথ বদল করে চলে আসেন তৈরি পোশাক শিল্পখাতে। ফটোগ্রাফি তার প্যাশন। ক্যামেরা হাতে তার দীর্ঘ অভিযাত্রায় আহৃত ছবির সংখ্যা ১০ হাজারেরও বেশি।
বনানী ১১ নম্বর রোডের ৫৮ নং প্লটের কিউরিয়াস আউটলেটের ৪ তলায় এই প্রদর্শনী চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।