রাশি রসদ I মীনের মুখে
উৎসবপ্রিয় মীন রাশির জাতক-জাতিকাদের প্রধান আকর্ষণ খাবারে। দল বেঁধে খাওয়ার বেলায়ও তারা পটু। যেকোনো অনুষ্ঠানকেই ভোজনোৎসব বানিয়ে তুলতে তাদের জুড়ি নেই। তবে একাকী নিজের খাবারের বেলায় বড্ড বেখেয়াল তারা। এ মাসে কিছু দাওয়াত মেলার সম্ভাবনা আছে মীনের ভাগ্যে। তবে সেখানে গিয়ে জিভের লাগাম টেনে ধরাই হবে স্বাস্থ্যবান্ধব। যাদের খেয়াল রাখার কেউ নেই, তারা নিজ দায়িত্বে নিজের দেখভাল করলে অনেক ধরনের অসুখ-বিসুখ থেকে রেহাই পাবেন।
মীনের প্রধান খাদ্যোপাদান পানি। তাই পানি মেলে এমন খাবার খাওয়া তাদের জন্য ভালো। সে ক্ষেত্রে শুকনা খাবারের চেয়ে ফল ও সবজি হতে পারে উপাদেয়। চলতি মাসে মীন রাশির শিশুদের হাড়ে সমস্যা হওয়ার আশঙ্কা রয়েছে। সে ক্ষেত্রে ভিটামিন ডি ও ক্যালসিয়াম যুক্ত খাবারে একটু বাড়তি মনোযোগ দিতে পারেন। লবণ যত কম খাওয়া যায়, ততই মঙ্গল। চিনি ও তেলও; বিশেষ করে বার্ধক্যে আক্রান্তদের বেলায়।
মীন রাশির নারী-পুরুষদের মধ্যে যারা বৃদ্ধ বয়সে উপনীত হয়েছেন এবং পান খাওয়ার অভ্যাস রয়েছে, তাদের জন্য দুঃসংবাদ। জর্দা এই রাশির জন্য বিষতুল্য। এত দিন যা হয়েছে, হয়েছে; এবার জর্দাকে না বলার সময়। সামান্য বিপদ রয়েছে চুনেও। কারণ, এ মাসে সাদা রঙের খাদ্যবস্তুর সঙ্গে মীন রাশির জাতক-জাতিকাদের খুব একটা জমবে না। দাঁতের ব্যাপারে নারীদের একটু সাবধানী হওয়া চাই। মাসখানেক চকোলেট জাতীয় খাবার এড়িয়ে চলাই মীনের মঙ্গল।
মীন রাশির যারা নিয়মিত ব্যায়াম করেন, তাদের জন্য রয়েছে সুখবর। কবজি ডুবিয়ে খেতে পারেন মাসের কয়েকটা দিন। তবে সে ক্ষেত্রে শরীর হতে হবে নিরোগ। খাবার হওয়া চাই হোম মেড। বাইরের খাবার মীনদের জন্য নয়। এখনো নয়, তখনো নয়। মুখের রুচি বাড়তে পারে এ মাসে। ক্ষুধাও। দেশি-বিদেশি খাবার চেখে দেখার এখনই তো সময়। আমিষ কিংবা নিরামিষের বাহারি পদগুলো বাড়িতে বানিয়ে নিশ্চিন্তে খেতে পারেন। তবে কপাল মন্দ পানীয়ের বেলায়। ফলের জুস বাদে কোল্ড ড্রিংকস কিংবা অন্য কোনো পানীয় সুফল বয়ে আনবে না। বোরহানি কিংবা টক-পানি খাওয়ার বেলায় পরিমিতির পরিচয় দিতে হতে পারে। অ্যালকোহল তো নয়ই; এক ফোঁটাও না।
মসলার মধ্যে এলাচি এ রাশির জাতক-জাতিকার মনমেজাজ বিগড়ে দিতে পারে। মজাদার খাওয়ার মধ্যে হুট করে একটি এলাচি পুরো খাবারের ইচ্ছাটাই দিতে পারে মাটি করে। তবে এ মাসে মীনের উপযুক্ত মসলা হলো দারুচিনি। এর সঙ্গে এ রাশির জাতক-জাতিকাদের সৌভাগ্যের যোগ রয়েছে। আরও একটি বিষয় মীনের সৌভাগ্য বয়ে আনতে পারে। তা হলো মায়ের হাতের রান্না খাওয়া। সম্ভব হলে অন্তত এক বেলা মায়ের রান্না খেলে মাসের যেকোনো সময় সুখবর মেলার রয়েছে সম্ভাবনা। অন্যদিকে, মাদকদ্রব্য শুধু স্বাস্থ্য নয়, সৌভাগ্যের পথেও প্রতিবন্ধকতা তৈরি করতে পারে মীন রাশির জন্য।
কুমারিল ভট্ট
ছবি: ইন্টারনেট