skip to Main Content
মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহর মিউজিক ভিডিও প্রকাশ

মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ একজন বাংলাদেশি সুরকার, গীতিকার ও সঙ্গীতজ্ঞ। সঙ্গীত জীবনে এ পর্যন্ত তিনি বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের অনেক সঙ্গীত শিল্পীর সাথে কাজ করেছেন। তাদের মধ্যে উল্লেখ্যযোগ্য হলেন ফিরোজা বেগম, উস্তাদ গুলাম আলী, উস্তাদ হামিদ খান, উস্তাদ সাগীর উদ্দিন খান, আবিদা পারভীন এবং হৈমন্তী শুক্লা।

২২ মে ২০২২ রবিবার সন্ধায় লেকশোর হোটেল, গুলশান, ঢাকায় আয়োজিত একটি অনুষ্ঠানে মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ মিউজিক ভিডিও আকারে তার লিখিত ও সুর আরোপিত ১৩টি নতুন গান প্রকাশ করেছেন। সবগুলো গানে কলকাতার গায়িকা পিউ মুখার্জি কণ্ঠ দিয়েছেন। সবগুলো গানের সঙ্গীত আয়োজন করেছেন পন্ডিত তেজেন্দ্র মজুমদার।

গানগুলোর শিরোনাম হলো – পড়ে কি মনে, অবাক আলোয়, এখন সময় হলো, বাইরে শ্রাবণ, কেনো চলে যেতে, কারে কারে বলি, কোনো রাত, মেঘ এসে ছুঁয়ে যায়, ফিরে ফিরে চেয়ে, রং এ তোমায় সাজাবো,
গাছের সারি, তুমি ছাড়া কে বা, তুমিতো এখনও।

অনুষ্ঠানে গায়িকা পিউ মুখার্জি নির্বাচিত ৬টি গান পরিবেশন করেন। মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহর ঘনিষ্ঠজন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও শুভাকাঙ্খীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি হয়েছে।

আয়োজনে পৃষ্ঠপোষকতা করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ যা এসিআই মটরস এর অধীন একটি সহযোগী প্রতিষ্ঠান। ইয়ামাহা বিশ্বব্যাপী বাদ্যযন্ত্রের জন্য বিখ্যাত একটি নাম যা ইয়ামাহা মিউজিক বাংলাদেশ নামে বাংলাদেশের সঙ্গীত পিপাসুদের নির্ভরযোগ্য বাদ্যযন্ত্র ও সেবা প্রদান করে আসছে।

মিউজিক ভিডিওগুলি মোহাম্মদ আসাফ্উদ্দৌলাহ’র নিজস্ব ইউবটিউব চ্যানেলের এই লিংকে দেখা যাবে: https://www.youtube.com/channel/UCmU1VN62xVYF2a4cxJNlj5w

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top