ক্যানভাস রিপোর্ট
৬ আগস্ট ২০২২। শনিবার। বিকেল গড়িয়ে সন্ধ্যা। রাজধানীর কাঁটাবনের পাঠক সমাবেশ কেন্দ্রে আয়োজিত হয়ে গেল নবীন ঔপন্যাসিক উম্মে প্রিতমের প্রথম উপন্যাস ‘ইলিয়াহ’র [EILIYAH] মোড়ক উন্মোচন। তাতে উপস্থিত ছিলেন সাহিত্যানুরাগীরা। আয়োজনটির কিউরেটর ছিলেন অমিতাভ দেউরী।
অনুষ্ঠানে নিজ উপন্যাসের অংশবিশেষ পড়ে শোনানোর পাশাপাশি একে ঘিরে বিভিন্ন প্রশ্নের জবাব দেন উম্মে প্রিতম। পাঠক ও সাংবাদিকদের সঙ্গে করেন মতবিনিময়।
উম্মে প্রিতম জানান, মানুষের ব্যক্তিজীবনের কিছু অন্ধকারাচ্ছন্ন অধ্যায়ের পাশাপাশি আলোর দেখা ঠিকই মিলবে– এমন প্লটে সাজিয়েছেন ‘ইলিয়াহ’র কাহিনি।
এর আগে এক বার্তায় প্রখ্যাত কথাসাহিত্যিক ও বাংলা একাডেমি সভাপতি সেলিনা হোসেন উপন্যাসটি সম্পর্কে বলেন, “ইংরেজি ভাষায় লেখা উম্মে প্রিতমের ফিকশন ‘ইলিয়াহ’ একটি দুর্দান্ত উপন্যাস। এটি আন্তর্জাতিক সাহিত্যের বাজারে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল করবে।”
বলে রাখা ভালো, বইটি প্রি-বুকিংয়ে পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। ৬ আগস্ট থেকে বইয়ের দোকানে এটি কিনতে পাওয়া যাচ্ছে। অর্ডার করা যাচ্ছে অনলাইনেও। এছাড়া অ্যামাজন অনলাইন ও কিন্ডল ব্যাবহারকারীদের জন্য বইটির সফট ভার্সনও পাওয়া যাচ্ছে।