ক্যানভাস ডেস্ক
ইতালিতে চলছে মিলান ফ্যাশন উইক [২০–২৬ সেপ্টেম্বর ২০২২]। বসেছে বিখ্যাত ফ্যাশন ডিজাইনার, ফ্যাশন হাউস, ফ্যাশনিয়েস্তাদের মিলনমেলা। তাতে সবাইকে চমকে দিয়েছেন ইতালিয়ান দূরদর্শী ফ্যাশন ডিজাইনার আলেসসান্দ্রো মিকেলে। স্বদেশি ফ্যাশন কোম্পানি গুচির শো’তে তিনি হাজির করেছেন যমজ মডেলদের।
শুধু এক জোড়া, দুই জোড়া নয়; ৬৮ জোড়া যমজ মডেলকে র্যাম্পে তুলে দিয়েছেন ৪৯ বছর বয়সী এই ডিজাইনার। এই ফ্যান্টাস্টিক ঘটনাকে ফ্যাশনিয়েস্তারা ডাকছেন ‘টুইন্টাস্টিক’ বলে!
যমজরা সাধারণত দেখতে একই রকম হয়ে থাকেন। এমন জোড়া- জোড়া মডেলের ক্যাটওয়াক বিস্ময়বিমুগ্ধ করেছে ফ্যাশনবিশ্বকে।
এ প্রসঙ্গে ডিজাইনার আলেসসান্দ্রো বলেন, “রানওয়েকে আমি একটি থিয়েট্রিক্যাল স্টেজ হিসেবে ব্যবহার করেছি, যেখানে ফ্যাশন বেশ দাপুটে স্বরের ঘটিয়েছে প্রকাশ। আর সেই স্বর নিজের ভেতরেই ‘অন্য আমি’র।”
এই শো’কে তিনি উৎসর্গ করেছেন সেই নারীদের, যাদের নিজের ‘যমজ মাতা’ বলে ডাকেন। বলে রাখা ভালো, এই ডিজাইনারের শৈশব-কৈশোর কেটেছে তার মা এরালদা এবং মায়ের যমজ বোন জুলিয়ানার সান্নিধ্যে।
তাই বেড়ে ওঠার দিনগুলোতেই ‘যমজের’ মধ্যে ‘আমার আমি’র এক দারুণ সত্তা উপলব্ধি করেছিলেন তিনি। আর সেটিরই তুমুল প্রকাশ ঘটালেন এবারের গুচির বিশেষ শো’তে।
- সূত্র: দ্য গার্ডিয়ান ও দ্য ন্যাশনাল