মেকআপ করা যেমন জটিল বিষয়, মেকআপ তোলাও তেমনই। মেকআপ তোলা নিয়ে অনেকেই ঝক্কি পোহান। তবে ঘরের ভেতর খোঁজ করলেই পেয়ে যাবেন সহজে মেকআপ রিমুভ করার কিছু নিয়ামক। যেমন, মুখ ও চোখের মেকআপ তোলার ক্ষেত্রে নারকেল তেল দারুণ কার্যকর। চোখের কাজল, মাসকারা, আইলাইনার ইত্যাদি তুলতে ব্যবহার করতে পারেন নারকেল তেল। খাঁটি নারকেল তেলে একটি কাপড় ডুবিয়ে তা দিয়ে চোখ, মুখ ও গলা মুছে নিন, মেকআপ দূর হবে।
এ ছাড়া দুধ ও কাঠ বাদামের তেল দিয়েও তৈরি করতে পারেন মেকআপ রিমুভার। এক টেবিল চামচ দুধে কয়েক ফোঁটা কাঠবাদাম তেল মিশিয়ে তুলার বলের সাহায্যে সেই মিশ্রণ দিয়ে মুখ মুছে নিন। এটি মেকআপ তোলার পাশাপাশি ত্বক মসৃণ ও আর্দ্র রাখতেও সাহায্য করবে।
মধু ও বেকিং সোডা দিয়েও মেকআপ রিমুভার তৈরি করা সম্ভব। একটি কাপড়ে খাঁটি মধু নিয়ে তার উপর কিছুটা বেকিং সোডা ছিটিয়ে দিন। এ মিশ্রণ একবারেই মেকআপ তুলে ফেলতে সাহায্য সক্ষম।
সংবেদনশীল ত্বকের মেকআপ রিমুভের জন্য জলপাইয়ের তেল ও অ্যালোভেরা উপযোগী। জলপাই তেল ও অ্যালোভেরা মিশিয়ে ত্বকে লাগান। অতঃপর মুছে ফেলুন। এ মিশ্রণ মেকআপ তোলার পাশাপাশি ত্বক আর্দ্র ও মসৃণ করে।
এ ছাড়া জোজোবা তেলে ভিটামিন ই ক্যাপসুল ভেঙে ঢেলে দিয়েও তৈরি করতে পারেন মেকআপ রিমুভার।