নারী উদ্যোক্তাদের অংশগ্রহণে বিশেষ মেলা ‘অনুপমা, তুমিই গড়বে দেশ’-এর উদ্বোধন হবে শুক্রবার (১৫ নভেম্বর ২০২৪), রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে। ‘পাওয়ার অব শি’ আয়োজিত মেলাটি চলবে ১৬ নভেম্বর পর্যন্ত, দুদিনই সকাল ৯টা থেকে রাত ৮টা। এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
দেশের বিভিন্ন প্রান্তের সৃজনশীল নারী উদ্যোক্তারা এ মেলায় তাদের তৈরি পণ্য প্রদর্শন করবেন। ২৭টি স্টলে থাকছে দেশীয় ঐতিহ্যে তৈরি পোশাক, শাড়ি, হাতে বানানো গয়না, হস্তশিল্প, সুস্বাদু মিষ্টান্ন ও খাবারসহ নানা আকর্ষণীয় পণ্য।
মেলায় বিনামূল্যে মেহেদি প্রদান, গানের আসর এবং নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণামূলক গল্প শোনার সুযোগ থাকবে। বিশেষ আকর্ষণ হিসেবে ‘মুক্তডানা’ অংশ নিচ্ছে, যেখানে অটিজম আক্রান্ত শিশুদের তৈরি পণ্য প্রদর্শিত হবে।
দুই দিনব্যাপী এই মেলায় শেষ দিনে, ১৬ নভেম্বর বিকাল ৪টায়, পারসোনা হেয়ার অ্যান্ড বিউটি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং ক্যানভাস ম্যাগাজিনের সম্পাদক ও প্রকাশক কানিজ আলমাস খান শাড়ি উৎসব ফটো কন্টেস্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।
‘পাওয়ার অব শি’র প্রজেক্ট চিফ সাবিনা স্যাবি বলেন, ‘এই মেলা শুধুই প্রদর্শনী নয়; এটি নারী উদ্যোক্তাদের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম। এখানে নতুন ও অভিজ্ঞ উদ্যোক্তারা তাদের পণ্য ও সেবা উপস্থাপন ও প্রচার করতে এবং দক্ষতার বৃদ্ধি ঘটাতে পারবেন। মেলায় অংশগ্রহণের মাধ্যমে উদ্যোক্তারা অভিজ্ঞতা অর্জনের চমৎকার সুযোগ পাবেন। স্থানীয় অর্থনীতিতে নারীদের অবদান ও প্রচেষ্টাকে স্বীকৃতি দিতে এ মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
বলে রাখা ভালো, ‘পাওয়ার অব শি’ ২০১৭ সাল থেকে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন, সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তা, এসিডদগ্ধ নারীদের সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা এবং সাইবার বুলিংয়ের বিরুদ্ধে সচেতনতা তৈরিতে কাজ করে আসছে। শীতার্ত ও দুর্যোগকবলিত মানুষের পাশে দাঁড়াতেও সংস্থাটি ভূমিকা রাখছে।
এই মেলায় নতুন উদ্যোক্তা এবং বন্যাকবলিত অঞ্চলের নারীদের জন্য বিনামূল্যে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে, যাতে তাদের প্রতিভা ও উদ্যোগ উপস্থাপনের সুযোগ থেকে কেউ বঞ্চিত না হয়। মেলার ম্যাগাজিন পার্টনার ক্যানভাস।
- ক্যানভাস অনলাইন
ছবি: পাওয়ার অব শি-এর সৌজন্যে