skip to Main Content
টুয়েলভ উইন্টার কালেকশন

আধুনিক জীবন যাপনে পোশাকের স্বাচ্ছন্দ্য যেন ব্যক্তিত্ব্যের বহিঃপ্রকাশ। যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান সময়ে তরুণ থেকে বৃদ্ধ সবারই ফ্যাশনের ক্ষেত্রে একটি নিজস্ব লাইফস্টাইল রয়েছে। প্রাকৃতিকভাবে ঋতু পরিবর্তনের কারণে সব বয়সীরাই আবহাওয়ার সঙ্গে নিজেদের ব্যক্তিত্বের সঙ্গে যায়– এমন পোশাক পরতে ভালোবাসেন বেশি।

দেশি ফ্যাশন হাউসগুলোও ক্রেতাদের এই বিষয়গুলোর দিকে এখন বাড়তি নজর দিচ্ছে। নিত্য নতুন ডিজাইনের সঙ্গে ইউনিক ট্রেন্ড, ফ্যাশনের ক্ষেত্রে সবাই যেন ভিন্ন কিছু করতেই বেশি মনোযোগী।

ফ্যাশনের এই দিকটাতে নজর দিয়েছে দেশের অন্যতম সেরা লাইফস্টাইল ব্র্যান্ড টুয়েলভ ক্লদিং। এবার শীতে আধুনিক সব উইন্টার কালেকশন নিয়ে বাজারে এনেছে তারা। এথনিক এবং ওয়েস্টার্ন বিভাগে টুয়েলভ এনেছে নতুনত্ব। মূলত এ দুই বিভাগেই বাহারি ডিজাইনের পোশাকের সমারোহ দেখা যাচ্ছে দেশজুড়ে থাকা তাদের ৪০টি আউটলেটে।

পোশাকের ডিজাইনে পরিশীলতা ও বোল্ডনেস ধরে রেখেছে টুয়েলভ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এবারের শীতের আয়োজনকে ভিন্নভাবে পরিচয় করিয়ে দিতেই টুয়েলভের উইন্টার কালেকশনের নাম দেওয়া হয়েছে ‘উইন্টার ভয়েজ’ (Winter Voyage)। মূলত এটি একটি জার্নি। যেখানে উইন্টারের সকল কালেকশন নিয়েই বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের আমন্ত্রণ নিয়ে এবারের শীতের জার্নি শুরু করেছে টুয়েলভ।

টুয়েলভের এ আযোজনের স্লোগান ‘আ টেল অব ক্ল্যাসিকস’। এ ক্ষেত্রে টুয়েলভ কর্তৃপক্ষ জানায়, ক্ল্যাসিক যেকোনো কিছুই কখনাে পুরোনো হয় না। হালের ক্রেজে সব ক্ল্যাসিক বিষয়ই এখন আমাদের মাঝে ফিউশন নিয়ে ফিরে আসছে। সেই ধারাবাহিকতায় লাইফস্টাইল ফ্যাশনকেও টুয়েলভ তরুণদের জন্য যুগোপোযোগী করে ফিরিয়ে আনার চেষ্টা করেছে।

এই কালেকশনের একটি উল্লেখযোগ্য দিক হলো পোশাকের রঙের স্বাচ্ছ্যন্দ বজায় রাখা। টুয়েলভের এই আয়োজনে পোশাকের রংগুলো যেকোনো ম্যাচিং কম্বিনেশনে মানানসই, সুনিপুণ ও স্বস্তিদায়ক। এই কালার কম্পোজিশনে ‘নিউট্রাল কালার প্লে’কে প্রাধান্য দেওয়া হয়েছে।

ওয়েস্টার্ন ফ্যাশনের পোশাকের ক্ষেত্রে টুয়েলভের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ট্রেন্ড ও গুণগত মান। পাশাপাশি পোশাকের ফাংশনাল কোয়ালিটিতেও বিশেষ নজর রেখেছে তারা। ফ্যাশন হাউসগুলোর ক্ষেত্রে সবচেয়ে বড় প্রতিন্ধকতা– আর্থ-সামাজিক প্রেক্ষাপটকে বিবেচনা করে পণ্যের দাম সকলের সাধ্যের মধ্যে রাখা। টুয়েলভ এ ক্ষেত্রেও সফল। ক্রেতার ক্রয় ক্ষমতার মধ্যে চাহিদার সর্বোচ্চটুকো পূরণ করে আসছে তারা।

এবারের উইন্টার কালেকশনে টুয়েলভের বিভিন্ন ধরনের জ্যাকেট, সোয়েটার এবং শীতের বিশেষ নিট টি-শার্ট পাওয়া যাচ্ছে সাশ্রয়ী মূল্যে। এ ছাড়া আকর্ষণীয় পণ্য হিসেবে রয়েছে বিভিন্ন রকমের স্টাইলিশ ব্লেজার।

এ ছাড়াও এথনিক বিভাগে টুয়েলভের রয়েছে মেনজ, ওমেন্স, কিডস গার্লস এবং কিডস বয়েজ– এই মেজর চারটি ক্যাটাগরি। এই চার ক্যাটাগরির মধ্যে আবার রয়েছে বেশ কয়েকটি সাব ক্যাটাগরি। সর্বস্তরে ক্রেতাদের কথা মাথায় রেখে এই পণ্যগুলোর মূল্যও সাধ্যের মধ্যেই রেখেছে টুয়েলভ।

তা ছাড়া বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যেমন বিয়ে, গায়ে হলুদ, জন্মদিনের পার্টিতে পরার জন্য টুয়েলভের রয়েছে উৎসবের পোশাক। পাশাপাশি সদ্যজাত শিশুর জন্য তার ত্বকের সঙ্গে মানানসই করে পোশাকও নিজেদের সম্ভারে রেখেছে ব্র্যান্ডটি।

দেশের বাজারের পাশাপাশি বিদেশি বাজারের দিকেও নজর রেখে এক্সপোর্ট কোয়ালিটি নিশ্চিত করেই টুয়েলভের পোশাক এখন সবার মন জয় করে নিয়েছে। তাই শীতে ফ্যাশনেবল ব্যাক্তির পছন্দের তালিকায় সবার ওপরেই থাকছে টুয়েলভ।

  • ক্যানভাস অনলাইন
    ছবি: টুয়েলভ ক্লদিং-এর সৌজন্যে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Back To Top