পোশাকে লাল-সাদা রঙের সঙ্গে স্মুদি সামার কালার শেডের মিশ্রণে সেজে উঠেছে ক্যাটস আইয়ের বৈশাখী কালেকশন। লিনেন, জর্জেট বা সুতি কাপড়ে তৈরি পোশাকগুলোতে থাকছে কাট ও প্যাটার্ন ভিন্নতা। পাশ্চাত্য ঘরানার সঙ্গে দেশীয় মোটিফ ও ডিজাইন স্বাতন্ত্র্য থাকছে কালেকশনটিতে। ভ্যালু এডিশনে ব্যবহার করা হয়েছে এম্ব্রয়ডারি ও স্ক্রিন প্রিন্ট। পাশাপাশি বৈশাখী কেনাকাটায় বাড়তি স্বাধীনতা দিতে ক্যাটস আই দিচ্ছে বিশেষ অফার। বৈশাখের পাঞ্জাবি বা শার্ট কিনলেই পাওয়া যাবে টি-শার্ট সম্পূর্ণ বিনা মূল্যে। ভার্চ্যুয়াল স্টোর থেকে অনলাইন অর্ডারেও নির্ধারিত পণ্যে মিলবে বিশেষ ছাড়। ক্যাটস আইয়ের পরিচালক রিয়াদ সিদ্দিকী বলেন, ইন্টারনেটের প্রসারতার কারণে ফ্যাশনসচেতন প্রজন্ম ঝুঁকছে অনলাইন শপিংয়ে। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজেদের চাহিদামতো খুঁজে নিচ্ছে প্রয়োজনীয় ফ্যাশন পণ্যের তথ্য। তাই ক্যাটস আই অনলাইনে পণ্যের বিপণনে নিয়েছে প্রযুক্তিগত নানা পদক্ষেপ। শুধু অনলাইনের জন্য থাকছে নানা পণ্যে ছাড়ের সুবিধাও। পাশাপাশি স্টোরগুলোতে বৈশাখী শপিংয়ে বিশেষ উপহারও মিলবে।
Related Projects
টুয়েলভ উইন্টার কালেকশন
- November 13, 2024
'উইন্টার ভয়েজ' শিরোনামের এ সংগ্রহে পোশাক নকশায় পরিশীলতা ও বোল্ডনেস ধরে রেখেছে ব্র্যান্ডটি
স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে মেধা’র আয়োজন
- March 2, 2021
বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ৫০ বছর পূর্তি উপলক্ষে ‘মেধা-আমিও পারি’
বৈশাখ বরণে রঙ বাংলাদেশ
- April 3, 2024
আলপনা ও আগুনের নানান রূপ-বৈচিত্র্যের চমৎকার বিন্যাস ঘটানো হয়েছে এ সংকলনে