জেল, ক্রিম, পাউডার আর স্প্রের পর এখন সানস্ক্রিনের লেটেস্ট সংযোজন গ্লিটার। সাম্প্রতিক সময়ে সৌন্দর্যের সর্বত্র গ্লিটারের আসক্তির ফলস্বরূপ সানস্ক্রিনেও ঢুকে পড়েছে গ্লিটারের পার্টিকেল। তবে এর গুণাগুণ আর সূর্য প্রতিরোধী ক্ষমতা অক্ষুণ্ন রেখে। মিয়ামি বেসড কোম্পানি সানশাইন অ্যান্ড গ্লিটার বাজারে নিয়ে এসেছে পণ্যগুলো। রেঞ্জে থাকছে এসপিএফ ৫০ যুক্ত স্পার্কলি সি স্টার সানস্ক্রিন। গোল্ড, গোলাপি আর রেইনবো গ্লিটারি পার্টিকেল যুক্ত সানস্ক্রিন থেকে পছন্দসইটি বেছে নেয়ার সুযোগ রেখেছে ব্র্যান্ডটি। অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত প্রতিটি সানস্ক্রিন ঘণ্টাখানেকের বেশি সময় ধরে পানিরোধী থাকে। প্যারাবেন ফ্রি হওয়ায় সবচেয়ে বেশি স্পর্শকাতর ত্বকেও ব্যবহার করা যায় নিশ্চিন্তে। সানস্ক্রিন ছাড়াও থাকছে গ্লিটার আফটার সান লোশন। যা সূর্যে সামান্যতম পুড়ে যাওয়া ত্বককে দেবে বাড়তি পরিচর্যা আর পরিপুষ্টি। ১৫ থেকে ২০ ডলারের মধ্যে পাওয়া যাবে গ্লিটারি এ পণ্যগুলো। সারা দিন সমুজ্জ্বল থাকার জন্য।
Related Projects
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল: কে এই বর্ষিয়ান মডেল?
- June 8, 2022
কয়েকদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম, বিশেষত…