জেল, ক্রিম, পাউডার আর স্প্রের পর এখন সানস্ক্রিনের লেটেস্ট সংযোজন গ্লিটার। সাম্প্রতিক সময়ে সৌন্দর্যের সর্বত্র গ্লিটারের আসক্তির ফলস্বরূপ সানস্ক্রিনেও ঢুকে পড়েছে গ্লিটারের পার্টিকেল। তবে এর গুণাগুণ আর সূর্য প্রতিরোধী ক্ষমতা অক্ষুণ্ন রেখে। মিয়ামি বেসড কোম্পানি সানশাইন অ্যান্ড গ্লিটার বাজারে নিয়ে এসেছে পণ্যগুলো। রেঞ্জে থাকছে এসপিএফ ৫০ যুক্ত স্পার্কলি সি স্টার সানস্ক্রিন। গোল্ড, গোলাপি আর রেইনবো গ্লিটারি পার্টিকেল যুক্ত সানস্ক্রিন থেকে পছন্দসইটি বেছে নেয়ার সুযোগ রেখেছে ব্র্যান্ডটি। অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত প্রতিটি সানস্ক্রিন ঘণ্টাখানেকের বেশি সময় ধরে পানিরোধী থাকে। প্যারাবেন ফ্রি হওয়ায় সবচেয়ে বেশি স্পর্শকাতর ত্বকেও ব্যবহার করা যায় নিশ্চিন্তে। সানস্ক্রিন ছাড়াও থাকছে গ্লিটার আফটার সান লোশন। যা সূর্যে সামান্যতম পুড়ে যাওয়া ত্বককে দেবে বাড়তি পরিচর্যা আর পরিপুষ্টি। ১৫ থেকে ২০ ডলারের মধ্যে পাওয়া যাবে গ্লিটারি এ পণ্যগুলো। সারা দিন সমুজ্জ্বল থাকার জন্য।
Related Projects
কে ক্র্যাফটের ঈদ সংকলন
- March 27, 2024
কাট, প্যাটার্ন ও নকশার সমন্বয়ে করা পোশাকের জন্য ফ্যাব্রিক নির্বাচন করেছে উৎসবমুখর পরিবেশ ও স্বস্তিতে থাকাকে প্রাধান্য দিয়ে
দৃক গ্যালারিতে চলছে নাবিলা রহমানের একক প্রদর্শনী
- January 25, 2022
রং তুলির আঁচড়ে মানুষের মেটাহিউম্যান…

